চল্লিশ হাদীস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চল্লিশ হাদিস থেকে পুনর্নির্দেশিত)

চল্লিশ হাদীস বা আরবাইনিয়াত (আরবি: لأربعينات) হল হাদীস সাহিত্যের একটি উপশ্রেণী। নামানুসারে, এগুলো হলো এক বা একাধিক বিষয়ের উপর নির্ভর করে সংকলনকারীর প্রয়োজন অনুসারে বাছাইকৃত চল্লিশটি হাদীসের সমাহার।[১] চল্লিশ হাদীস সংকলনসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইমাম আন-নববীর চল্লিশ হাদীস সংকলন, যেটি ইসলামের মৌলিক ও আদর্শিক চল্লিশটি অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হাদীসের সমন্বয়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Muhammad Zubayr Siddiqi, Hadith Literature, Cambridge, Islamic Texts Society, 1993, edited and revised by Abdal Hakim Murad.

বহিঃসংযোগ[সম্পাদনা]