বিষয়বস্তুতে চলুন

চন্দ্র দাস রাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চন্দ্র দাস রাই
শিক্ষামন্ত্রী ও পরিবহন মন্ত্রী
কাজের মেয়াদ
৮ মে ১৯৪৯  ৬ জুন ১৯৪৯
সার্বভৌম শাসকতাশি নামগ্যাল
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৩ এপ্রিল ১৯২৪
মিখোলা, দক্ষিণ সিকিম, সিকিম রাজ্য
মৃত্যু৮ আগস্ট ২০২০ (বয়স ৯৬)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলসিকিম স্টেট কংগ্রেস
সন্তানপ্রেম দাস রাই
প্রাক্তন শিক্ষার্থীবেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়[]
পেশাআমলা, সাংবাদিক, নেতা

চন্দ্র দাস রাই (১৩ এপ্রিল ১৯২৪ – ৮ আগস্ট ২০২০) জনপ্রিয়ভাবে সি. ডি. রাই নামে পরিচিত ছিলেন। তিনি সংযুক্তিকরণের পূর্ববর্তী সিকিম-এর একজন রাজনীতিবিদ, আমলা এবং প্রাক্তন সাংবাদিক ছিলেন। তিনি সিকিম স্টেট কংগ্রেস-এর একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

চন্দ্র দাস রাই ১৩ এপ্রিল ১৯২৪ সালে দক্ষিণ সিকিমের মিখোলায় জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে দার্জিলিং যান এবং ১৯৪৫ সালে সেন্ট রবার্টস স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। প্রাক্তন সংসদ সদস্য প্রেম দাস রাই তার পুত্র।[]

পেশাগত জীবন

[সম্পাদনা]

রাই তাশি শেরিং, গোবর্ধন প্রধান, ডি. বি. তিওয়ারি, ডি. এস. লেপচা, সোনাম শেরিং, এল. ডি. কাজি, রয় চৌধুরী ও হেলেন লেপচার সঙ্গে সিকিম স্টেট কংগ্রেস প্রতিষ্ঠা করেন। ১৯৪৯ সালের ফেব্রুয়ারিতে কংগ্রেস একটি অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে, যার ফলে রাইসহ ছয়জন গ্রেপ্তার হন। এরপর ১ মে ১৯৪৯-এ কংগ্রেস সমর্থকরা প্রাসাদ ঘেরাও করে। ৮ মে ১৯৪৯-এ তাকে শিক্ষামন্ত্রী ও পরিবহন মন্ত্রী হিসাবে তাশি শেরিং-এর স্বল্পস্থায়ী মন্ত্রিসভায় নিয়োগ দেওয়া হয়। তবে এই সরকার ২৯ দিনের মধ্যেই ভারতীয় রাজনৈতিক কর্মকর্তা হরিশ্বর দয়াল কর্তৃক বরখাস্ত করা হয়।[]

অন্যান্য কার্যক্রম

[সম্পাদনা]

১৯৬০ সালে তিনি আনন্দবাজার পত্রিকা-র সিকিম প্রতিনিধি নিযুক্ত হন। তিনি সিকিম হেরাল্ড পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি হিমালী বেলাগ্যাংটক টাইমস পত্রিকার সম্পাদক ছিলেন।[]

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "www.sikkimexpress.com news-details chandradasrai"
  2. Grimes, Paul (২৩ সেপ্টেম্বর ১৯৫৯)। "2 SIKKIMESE ASK CLOSER INDIAN TIE; Congress Party Chiefs Urge Full Accession in View of Chinese Threat"The New York Times NYTimes.com এর মাধ্যমে।
  3. "A life so long and so well lived"। Sikkim Express। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩
  4. "CD Rai passes away"sikkimexpress.com। ৯ আগস্ট ২০২০।
  5. https://www.ide.go.jp/library/English/Publish/Reports/Jrp/pdf/133_10.pdf {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  6. "Information & Public Relations Department | State Portal-Sikkim"sikkim.gov.in