চন্দ্রঘণ্টা (দেবী)
(চন্দ্রঘণ্টা থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
Chandraghanta | |
---|---|
Goddess Who Fights Demons | |
Goddess Chandraghanta | |
দেবনাগরী | चंद्रघंटा |
অন্তর্ভুক্তি | Avatar of Parvati |
গ্রহ | Chandra |
মন্ত্র | पिण्डजप्रवरारुढा चण्डकोपास्त्रकैर्युता। प्रसादं तनुते मह्यं चन्द्रघण्टेति विश्रुता॥ |
অস্ত্র | Trishul, Lotus, Gada, Kamandal, Sword, Bow, Arrow, Japa maala, Abhayamudra, Gyan mudra |
বাহন | Tiger |
সঙ্গী | Chandreshwar (Shiva) |
দেবী চন্দ্রঘণ্টা দেবী পার্বতীর তৃতীয় রূপ। দেবী চন্দ্রঘণ্টার পূজা নব রাত্রির তৃতীয় দিনে হয়। তিনি হিমালয় কন্যা শিবের স্ত্রী। শিব পার্বতীর বিবাহের সময় তারকাসুর বিবাহ রোধ করতে পিশাচ, দৈত,দানব, প্রেত কে প্রেরণ করে বিবাহ কে নির্বিঘ্ন করতে দেবী পার্বতী অষ্টভূজা বাঘ বাহিনী রূপে আবির্ভূত হন ও চন্দ্র সম বিশাল ও শুভ্র ঘণ্টা বাজিয়ে সকল দৈত ভুত প্রেত তারণ করেন। নব রাত্রির তৃতীয় দিনে এই দেবীর পুজো করলে দেবী সাধকের সকল দুর্গতি, বিঘ্ন নাশ করেন।আরেক মতে শিব বিবাহ কালে চন্ড রূপ ধারণ করলে তাকে দেখে মেনকা মূর্ছা জান তখন দেবী পার্বতী শিবের এই রূপের প্রত্যুত্তরে চন্দ্রঘণ্টা রূপ ধারণ করেন। দেবীর এই যোদ্ধা রূপ দেখে শিব ভিত হন ও চন্ড রূপ ত্যাগ করে বিবাহের জন্যে অপূর্ব বস্ত্র পরিহরিক হন।[তথ্যসূত্র প্রয়োজন]