চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন
চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | ভবন |
অবস্থান | যোরহাট, অসম |
চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন হচ্ছে অসম সাহিত্য সভার মুখ্য কার্যালয়।[১] এই ভবনটি যোরহাট জেলাতে অবস্থিত। অসমের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাসমূহের উন্নতির কাজের সঙ্গে এই ভবনটি জড়িত হয়ে আছে। ১৯২৬ সালে রাধাকান্ত সন্দিকৈ তার পুত্র চন্দ্রকান্ত সন্দিকৈর স্মৃতিতে এই ভবনটি দান করেন।[১]
পুনরায় নির্মাণ
[সম্পাদনা]পুরানো ভবনটির কিছু অংশ ক্ষতি হওয়ায় এটি পুনরায় নির্মাণ করা হয়। অসম সরকার এই ভবনটির পুনরায় নির্মাণ করার দায়িত্ব নেন। পূর্বের ভবনটির স্থানে নতুন ভবনটি নির্মাণ করা হয়।[১][২]
উদ্বোধন
[সম্পাদনা]২০১১ সালের ১১ জানুয়ারিতে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ উদ্বোধন করেন।[২] সাথে অসম সরকার এই ভবনটিকে চন্দ্রকান্ত সন্দিকৈ ঐতিহ্য ভবন বলে নামকরণ করেন।[২] তরুণ গগৈ সঙ্গে বলেন যে, "রাধাকান্ত সন্দিকৈ সেই সময় অসমীয়া সংস্কৃতি ও সাহিত্যের প্রয়োজনীয়তার কথা বুঝেছিলেন। সেজন্য, ১৯২৬ সালে রাধাকান্ত সন্দিকৈ অসম সাহিত্য সভাকে এই ভবনটি দান করেন।"[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Buildings and Monuments in Jorhat"। Pan India Internet Private Limited। সংগ্রহের তারিখ January 09, 2013। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ ক খ গ ঘ "Chandrakanta Handique Bhavan inaugurated"। assam tribune। January 12, 2011। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ January 09, 2013। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)