চন্ডিমা গুণরত্নে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চন্দিমা গুণরত্নে থেকে পুনর্নির্দেশিত)
চন্ডিমা গুণরত্নে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1982-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৮২ (বয়স ৪২)
ইউরাগাস্মানহান্দিয়া, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
উৎস: ক্রিকইনফো, ৮ এপ্রিল ২০১৪
চন্ডিমা গুণরত্নে
পদক রেকর্ড
মহিলাদের ক্রিকেট
 শ্রীলঙ্কা-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস

ব্রোঞ্জপদক

ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৪ ইনছোন দলগত

চন্ডিমা গুণরত্নে (জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৯৮২) ইউরাগাস্মানহান্দিয়া এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা শ্রীলঙ্কান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।[১] শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

এশিয়ান গেমসের ক্রিকেটে অংশগ্রহণ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার ইনছনে অনুষ্ঠিত ২০১৪ সালের এশিয়ান গেমসের ক্রিকেটে তার দল ব্রোঞ্জপদক পেয়েছিল। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের খেলায় ইনোকা রাণাবীরা’র অধিনায়কত্বে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন।[২] ২৪ জুন, ২০১৭ তারিখে প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে অংশ নেন। একচেটিয়াভাবে বিজয়ী নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র উইকেটটি লাভ করেন তিনি। খেলায় তার দল ৯ উইকেটে পরাজিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]