চতুর্ভুজ মন্দির, ওড়ছা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চতুর্ভুজ মন্দির,মধ্যপ্রদেশ থেকে পুনর্নির্দেশিত)
চতুর্ভুজ মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাতিকমগড়
অবস্থান
অবস্থানওড়ছা
রাজ্যমধ্য প্রদেশ
দেশভারত
স্থাপত্য
ধরনমন্দির

চতুর্ভুজ মন্দির (দেবনাগরী: चतुर्भुज मंदिर) একটি বিষ্ণু মন্দির। এটি ভারতের মধ্য প্রদেশের ওড়ছা নামক স্থানে অবস্থিত। চতুর্ভুজ নামটি সংস্কৃত শব্দ चतु: = চার ও भुजा = বাহু বা হাত থেকে এসেছে। অর্থাৎ চার হাত বিশিষ্ট ভগবান বিষ্ণুকে বোঝানো হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

এ মন্দিরটি অরছার বুন্দেলা রাজপুত রাজারা নির্মাণ করেছেন। ১৭শ শতকে রাজা মধুকর শাহ এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার ছেলে রাজা বীর সিংহ দেও এর নির্মাণ কাজ শেষ করেন।[১][২] এই মন্দিরটি সুউচ্চ চূড়া বিশিষ্ট। মন্দিরের বাইরের গাত্র পদ্মের চিহ্ন দিয়ে অলংকৃত। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও অসাম্প্রদায়িক চিহ্ন দিয়ে মন্দির গাত্র সাজানো। মন্দিরটি পূর্ব মুখী এবং এর কাছেই একটি রাম মন্দির অবস্থিত।[২]

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rediff Quick Breaks: Orchha
  2. British Library: Interior of the Chaturbhuj Temple from the entrance archway, Orchha.