বিষয়বস্তুতে চলুন

চতুর্থ সোমেশ্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কল্যাণের চালুক্যদের (পশ্চিম চালুক্য) মুদ্রা। সম্ভবত রাজা চতুর্থ সোমেশ্বর (১১৮১-৪/১১৮৯)। পাশে গরুড়[]

চতুর্থ সোমেশ্বর (আইএএসটি: Someśvara; শা. ১১৮১–১১৮৯)[] বা (শা. ১১৮৯–১২০০)[] ছিলেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের শেষ রাজা। ১১৮৯ সালের পরে তিনি ক্ষয়িষ্ণু কলচুরি রাজ্যকে পরাজিত করে চালুক্য রাজ্য পুনঃপ্রতিষ্ঠার একটি সাময়িক চেষ্টা করেছিলেন। অল্পকালের জন্য তিনি রাজধানী বাসবকল্যাণ দখল করতে সমর্থও হয়েছিলেন। কিন্তু অপর সামন্ত শাসক সেউন, হৈসলকাকতীয়দের প্রতিরোধ করতে পারেননি। এই তিন শাসকগোষ্ঠীর হাতেই ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে চালুক্য সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়েছিল। শেষে এই তিন সামন্ত শাসক কাবেরী নদী থেকে নর্মদা নদী পর্যন্ত প্রসারিত বিস্তীর্ণ অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. CNG Coins
  2. Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃষ্ঠা 52–53। আইএসবিএন 978-9-38060-734-4 
  3. Sastri(1955), p187

বই

পূর্বসূরী
তৃতীয় জগদেকমল্ল
পশ্চিম চালুক্য রাজা
১১৮৩–১২০০
উত্তরসূরী
দ্বিতীয় বীর বল্লাল