চড়িদা গ্রাম, পুরুলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চড়িদা গ্রাম, পুরুলিয়া
চড়িদা

চড়িদা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি গ্রাম। এই গ্রামটি ছৌ-নাচের আঁতুড়ঘর হিসেবে পরিচিত।[১] গ্রামটি ছৌ-নাচের মুখোশের জন্মস্থান।[২]

পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি। বাঘমুন্ডি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে চড়িদা গ্রাম। এই চড়িদা গ্রামে প্রায় একশো পরিবারের বাস। কয়েক প্রজন্ম ধরে যাঁরা একটাই কাজ করে থাকেন - ছৌ নাচের মুখোশ তৈরী করা। এখানে একের পর এক ছোট ছোট বাড়িতে সার দিয়ে সাজানো শুধুই রঙ বেরঙের মুখোশ।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পুরুলিয়ার ছৌ নাচের সাজে মা দুর্গা সোনারপুরে - Kolkata 24x7 | DailyHunt"DailyHunt (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১১ 
  2. "দক্ষিণের কড়চা"আনন্দবাজার পত্রিকা। এবিপি গ্রুপ। ২২ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮ 
  3. "ছৌ-এর জৌলুস আজ অতীত, ধুঁকছেন চড়িদার শিল্পীরা"bangla.yourstory.com। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১১