ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো

ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো (ওয়াইলি: nges don bstan 'dzin bzang po) (১৭৫৯-১৭৯২) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের তৃতীয় র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহার নামক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের অন্যতম প্রধান বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান ছিলেন।

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো ১৭৫৯ খ্রিষ্টাব্দে তিব্বতের মেকং নদী উপত্যকায় হো-পা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্ক্রা-শিস-'বুম (ওয়াইলি: bkra shis 'bum)। কম বয়সে তাকে 'গ্যুর-মেদ-থেগ-ম্ছোগ-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: 'gyur med theg mchog bstan 'dzin) নামক দ্বিতীয় র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। চার বছর বয়সে পে-মা-কুন-গ্রোল-র্নাম-র্গ্যাল নামক র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের চতুর্থ প্রধান তাকে এই বিহারে নিয়ে যান এবং তাকে শ্রমণের শপথ প্রদান করেন। পে-মা-কুন-গ্রোল-র্নাম-র্গ্যাল ছাড়াও এই সময় পে-মা-থেগ-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: pe ma theg mchog bstan pa'i rgyal mtshan) নামক দ্বিতীয় ন্যি-স্প্রুল (ওয়াইলি: nyi sprul) উপাধিধারী লামা, দ্রি-মেদ-ঝিং-স্ক্যোং-ম্গোন-পো (ওয়াইলি: dri med zhing skyong mgon po), ন্যি-গ্রাগ্স-গ্দান-ত্শাব-স্কাল-ব্জাং-দোন-য়োদ (ওয়াইলি: nyi grags gdan tshab skal bzang don yod), 'বার-ছুং-ব্ক্রা-শিস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'bar chung bkra shis rgya mtsho), দ্পা'-বো-লাস-রাব-র্ত্সাল (ওয়াইলি: dpa' bo las rab rtsal), ব্স্তান-'দ্জিন-স্ন্যিং-পো (ওয়াইলি: bstan 'dzin snying po), নাম-ম্খা'-ম্ছোগ-গ্রুব (ওয়াইলি: nam mkha' mchog grub), 'জিগ্স-মেদ-গ্লিং-পা (ওয়াইলি: 'jigs med gling pa), পে-মা-ম্ছোগ-গ্রুব (ওয়াইলি: pe ma mchog grub) প্রভৃতি বৌদ্ধ সাধকেরা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। কুড়ি বছর বয়সে তিনি মধ্য তিব্বত যাত্রা করে গ্রুব-ছেন-পে-মা-ব্শেস-গ্ন্যেন (ওয়াইলি: grub chen pe ma bshes gnyen) নামক ও-র্গ্যান-'গ্রো-'দেন-গ্লিং (ওয়াইলি: o rgyan 'gro 'dren gling) বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতার নিকট শিক্ষালাভ করেন। এই সময় স্মিন-গ্লিং-ম্খান-ছেন-ও-র্গ্যান-ব্স্তান-'দ্জিন-র্দো-র্জে (ওয়াইলি: smin gling mkhan chen o rgyan bstan 'dzin rdo rj) নামক এক বৌদ্ধ সাধকের নিকট তিনি ভিক্ষুর শপথ লাভ করেন।[১]

তিব্বতী বৌদ্ধ ধর্মে অবদান[সম্পাদনা]

১৭৭৩ খ্রিষ্টাব্দে তিনি র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ফ্যাগ-ত্শা (ওয়াইলি: phyag tshan), স্তাগ-দ্গোন (ওয়াইলি: stag dgon), স্ন্যি-খোগ (ওয়াইলি: snyi khog), কাহ-থোগ (ওয়াইলি: kaH thog) প্রভৃতি বৌদ্ধবিহার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া তিনি র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারে বেশ কিছু মন্দির নির্মাণ করান। তিনি ম্থোং-বা-ব্র্গ্যুদ-পা'ই-ফ্যাগ-ব্ঝেস (ওয়াইলি: mthong ba brgyud pa'i phyag bzhes) নামক একটি তান্ত্রিক আচারের প্রচলন করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (2011-08)। "The Third Dzogchen Drubwang, Ngedon Tendzin Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-08-20  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন[সম্পাদনা]

পূর্বসূরী
পে-মা-কুন-গ্রোল-র্নাম-র্গ্যাল
ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো
র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান
উত্তরসূরী
নাম-ম্খা'-ত্শে-দ্বাং-ম্ছোগ-গ্রুব
পূর্বসূরী
'গ্যুর-মেদ-থেগ-ম্ছোগ-ব্স্তান-'দ্জিন
ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো
তৃতীয় র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং
উত্তরসূরী
মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে