বিষয়বস্তুতে চলুন

ঘুর্ণিঝড় চিডো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় চিডো
ঘূর্ণিঝড়
১২ ডিসেম্বর সর্বোচ্চ তীব্রতায় ঘূর্ণিঝড় চিডো।
গঠন৭ ডিসেম্বর, ২০২৪
বিলুপ্তি১৪ ডিসেম্বর, ২০২৪
সর্বোচ্চ গতি৩-মিনিট স্থিতি: ২৫০ কিমি/ঘণ্টা (১৫৫ mph)
১-মিনিট স্থিতি: ২১৫ কিমি/ঘণ্টা (১৩০ mph)
হতাহত১৪ জন+
২০২৪ ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড় মৌসুমের অংশ

ঘূর্ণিঝড় চিডো (ইংরেজি Chido) হলো ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োতে আঘাতকারী একটি ঘূর্ণিঝড়।[] গত ৯০ বছরের মধ্যে মায়োতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এটি।[] উনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানfয়, সাইক্লোন চিডো ২০২২ সালের গম্বে সাইক্লোন এবং ২০২৩ সালের ফ্রেডি সাইক্লোনের মতো শক্তিশালী, যা মুজাম্বিকে শতাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছিল।[][][]

গতিবেগ

[সম্পাদনা]
ECDM ম্যাপ চিডো থেকে অনুমানকৃত বৃষ্টিপাত দেখাচ্ছে

ঘূর্ণিঝড় চিডোর গতিবেগ ঘণ্টায় অন্তত ২২৬ কিলোমিটার। ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের মধ্য দিয়ে বয়ে যায়। নিকটবর্তী কোমোরোস এবং মাদাগাস্কার দ্বীপগুলোকেও প্রভাবিত করে।[]

ক্ষতি

[সম্পাদনা]
১৪ ডিসেম্বর মায়োতে ল্যান্ডফলের পরপরই চিডো

চিডোর কারণে অঞ্চলটির অনেক বসতি 'পুরোপুরি ধ্বংস' হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে আছে। গাছ উপড়ে গেছে, ধাতব ছাদ এবং দেয়ালসহ উন্নত কাঠামো ভেঙে গেছে।[]

মৃত্যু ও আহত

[সম্পাদনা]

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ২৪৬ জন আহত হয়েছে। হাসপাতালে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়ছে।[] অন্য খবরে জানা যায়, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ফ্রান্সের মায়োতে নিহত ২"www.kalerkantho.com। 2024-12। সংগ্রহের তারিখ 2024-12-15  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োতে ১৪ জনের মৃত্যু"The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৫ 
  3. "মায়োত্তে সাইক্লোন চিডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৫ 
  4. "At least 11 killed after Cyclone Chido slams into France's Mayotte"Al Jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৫ 
  5. Press, Associated (২০২৪-১২-১৫)। "Cyclone Chido kills several in French territory before heading for Africa's east coast"CNN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৫ 
  6. "ঘূর্ণিঝড় চিডো : ফ্রান্সের মায়োতে নিহতের সংখ্যা বেড়ে ১৪"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৫