ঘর্ষণ সংবেদনশীলতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধিক ঘর্ষণ সংবেদনশীলতাসম্পন্ন Nitroglycerin এর রাসায়নিক গঠন

কোনো বিস্ফোরক বা বিস্ফোরক দ্রব্যকে যে পরিমাণ ঘর্ষণ করলে ও বিস্ফোরকটি বিস্ফোরিত হবে বা হবার সম্ভাবনা থাকবে, সেই সংবেদনশীলতাই বিস্ফোরকের ঘর্ষণ সংবেদনশীলতা (ইংরেজি: Friction sensitivity) নামে পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, নাইট্রোগ্লিসারিনের ঘর্ষণ সংবেদনশীলতা খুবই বেশি। সামান্য একটু ঘর্ষণের ফলেই এটি মারাত্মক বিস্ফোরণের জন্ম দিতে পারে।