ঘড়িয়াল ডাঙ্গা বিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘড়িয়াল ডাঙ্গা বিল
অবস্থানকুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গায়
ধরনবিল
অববাহিকার দেশসমূহবাংলাদেশ
পৃষ্ঠতল অঞ্চল১ বর্গকিলোমিটার (০.৩৯ বর্গমাইল)
গড় গভীরতা২ মিটার (৬.৬ ফুট)
সর্বাধিক গভীরতা৩.৫ মিটার (১১ ফুট)

ঘড়িয়াল ডাঙ্গা বিল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদর থেকে ৪ কি.মি পশ্চিমে ঘড়িয়াল ডাংগা বিল অবস্থিত। বিলটির কিছু অংশ উপজেলা সদরে পড়েছে। অনেকের মতে, ঐ বিলের নাম অনুসারে ঘড়িয়াল ডাংগা ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

কথিত আছে এই বিলে এলাকাবাসি ঘড়িয়াল লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে। আর সেই থেকে এর নাম হয়েছে ঘড়িয়াল ডাংগা।

বিবরণ[সম্পাদনা]

ধনুক আকৃতির বিলটির দৈর্ঘ্য প্রায় ১ কি.মি। চৈত্রকালে বিলের পানির গভীরতা গড়ে ৮ থেকে ১০ ফুট।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজারহাট উপজেলা"rajarhat.kurigram.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১২ 
  2. "রাজারহাট উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১২