বিষয়বস্তুতে চলুন

গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোড
மாபெரும் தெற்கு வழித்தடம்
চেন্নাই - তিরুচিরাপল্লী মহাসড়ক
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু

গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোড বা জিএসটি রোড তামিলনাড়ুর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী মূল সড়কগুলির একটি৷ এটি চেন্নাই - তিরুচিরাপল্লী মহাসড়ক নামেও পরিচিত৷[] চেন্নাইয়ের আলান্দুরসেন্ট থমাস মাউন্টের সংযোগস্থলে অবস্থিত কাতিপারা জংশন থেকে দক্ষিণ-পশ্চিম দিকে তিরুচিরাপল্লী অবধি বিস্তৃত এই রাস্তা৷ বহুক্ষেত্রে লোকালয়ের অবস্থান বোঝাতে জিএসটি রোডের উল্লেখ স্থানীয়দের মধ্যে একটি সাধারণ বিষয়৷

পুরাতন সংখ্যায়নে ৪৫ নং জাতীয় সড়কের নকশা

ভারতীয় জাতীয় সড়ক সংখ্যায়নের পুরাতন ৪৫ নং জাতীয় সড়ক ছিলো এই জিএসটি রোড ও তিরুচিরাপল্লী থেকে তেনি পর্যন্ত দীর্ঘায়িত সড়কের একত্রিত দৈর্ঘ৷ ৩১৬ কিলোনিটার দীর্ঘ এই মহাসড়কটি বর্তমানে আলান্দুর থেকে তিন্ত্রিবনম অবধি ৩২ নং জাতীয় সড়ক, তিন্ত্রিবনম থেকে ভিল্লুপুরম শহরে উত্তরাংশ অবধি ১৩২ নং জাতীয় সড়ক, ভিল্লুপুরম শহরে ৩৩২ নং জাতীয় সড়ক, ভিল্লুপুরম শহরের দক্ষিণাংশ থেকে তিরুচিরাপল্লী অবধি ৩৮ নং জাতীয় সড়কের অংশ৷ তবে ভিল্লুপুরম শহরের অভ্যন্তরে ৩ কিলোমিটার অংশ জাতীয় সড়কের অন্তর্গত নয়৷

গুরুত্বপূর্ণ জংশন

[সম্পাদনা]

চেন্নাই শহর

  1. কাতিপারা জংশনের নিকট ইনার রিং রোড, আন্না সালাই এবং মাউন্ট-পুন্তমল্লী সড়ক
  2. সেন্ট থমাস মাউন্টে মাউন্ট-মেটবক্কম সড়ক
  3. পল্লাবরমের নিকট পল্লাবরম–কুন্দ্রতুর–পুন্তমল্লী সড়ক বা পাম্মল মূল সড়ক, পল্লাবরম-তিরুনীরমালাই সড়ক, পল্লাবরম–তুরাইবক্কম অরীয় সড়ক
  4. এমআইটি ব্রিজের নিকট সিদ্ধলবক্কম ও হস্তিনাপুরম মূল সড়ক
  5. তাম্বরমে গান্ধী রোড, বেলাচেরি মূল সড়ক ও মুড়িশূর রোড
  6. ইরুম্বুলিয়ুরে চেন্নাই বাইপাস রোড

চেঙ্গলপট্টু জেলা

  1. বণ্ডলুরে চেন্নাই আউটার রিং রোড, বণ্ডলুর-কীলমবক্কম রোড
  2. বৈভবলক্ষ্মীনগরের নিকট কাঞ্চীপুরম-চেঙ্গলপট্টু মহাসড়ক
  3. হনুমন্তপুতেরি ও মাইয়ুরের মধ্যবর্তী পালার সেতু
  4. বুক্কতুরাইয়ের নিকট বুক্কতুরাই-উত্তরমেরূর রোড
  5. কেলমবক্কমে চেইয়ুর-বেড়ন্তাঙ্গল রোড
  6. মেলবলমে মেলবলমপেট্টাই-তিরুকালকুন্দ্রম সড়ক
  7. মধুরান্তকমে ৩২ ও ১৩২ নং জাতীয় সড়কের মিলনস্থল
  8. মেলমরূবতুরে চেইয়ুর-বন্দিবাস-পোলুর রোড
  9. অক্ষরবক্কমে এলবক্কম সালাই

ভিল্লুপুরম জেলা

  1. তিন্ত্রিবনমে তিন্ত্রিবনম-বন্দিবাস রোড, তিন্ত্রিবনম-গিঞ্জি রোড, চেন্নাই-নাগপত্তনম রোড, মনম্পতি-কূট রোড, তিন্ত্রিবনম-মরক্কানম রোড
  2. বিক্রবাণ্ডীতে বিক্রবাণ্ডী-কুম্ভকোণম রোড, তিরুকনূর রোড
  3. ভিল্লুপুরমে ভেলোর-তুতিকোরিন মহাসড়ক, ভিল্লুপুরম-গিঞ্জি রোড, তিরুচিরাপল্লী ট্রাঙ্ক রোড, পুদুচেরি-ভিল্লুপুরম রোড, ভিল্লুপুরম-তিরুকোয়িলুর রোড, কোণ্ডঙ্গী রোড

কালকুরিচি জেলা

  1. অরশূরের নিকট কডলুর-শঙ্করপুরম রোড
  2. মঠপট্টুর নিকট পাণরুটি-কুমারমঙ্গলম রোড
  3. উলুন্দুরপেট্টাইয়ের তিরুবেন্নাইনল্লুর-বৃদ্ধাচলম রোড, সালেম-উলুন্দুরপেট্টাই রোড
  4. অশনূরের তিরুকোয়িলুর-অশনূর রোড
  5. কূঠকুড়ি উড়ালপুল
  6. বেপ্পুরের মেট্টুপালয়ম-কডলুর রোড

পেরম্বালুর জেলা

  1. পেরম্বালুরের পেরম্বালুর-আত্তুর রোড, পেরম্বালুর-তুরাইয়ুর রোড, পেরম্বালুর-আরিয়ালুর রোড

তিরুচিরাপল্লী জেলা

  1. ভিক্ষণ্ডরকোয়িলের তিরুচেঙ্গড়-নামক্কাল-তিরুচিরাপল্লী রোড
  2. শ্রীরঙ্গমে কুম্ভকোণনাথর সালাই
  3. তিরুচিরাপল্লীর ২২ নং ও ৬৭ নং রাজ্যসড়ক, তিরুচিরাপল্লী-তাঞ্জাবুর রোড, তিরুচিরাপল্লী-পুদুকোট্টাই-রামনাথপুরম রোড, তিরুচিরাপল্লী-মেলুর রোড, তিরুচিরাপল্লী-দিন্দিগুল-তেনি রোড

উন্নয়ন

[সম্পাদনা]
  1. এনএইচএআই গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোডের ওপর চেঙ্গলপট্টুর নিকটস্থ পালার সেতুর মেরামতি করে৷[]
  2. চেন্নাই বিমানবন্দর থেকে ইরুম্বুলিয়ুর অবধি চেন্নাই শহরতলি অঞ্চল সংলগ্ন জিএসটি রোড দ্বিতীল করার প্রস্তাব রয়েছে৷[]
  3. এনএইচএআই জিএসটি রোডের ওপর চিহ্নিত ১৮ টি বিপদজনক অংশের স্থায়ী সমাধানে পদক্ষেপ নেবে৷[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tamilnadu Highways"www.tnhighways.gov.in। ২০২০-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৯ 
  2. Jul 25, Ram Sundaram / TNN /; 2020; Ist, 13:53। "NHAI to repair Palar Bridge on Tambaram-Chengalpet road | Chennai News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  3. Aug 10, Yogesh Kabirdoss / TNN /; 2020; Ist, 13:40। "Double deck structure proposed between airport, Chennai bypass | Chennai News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  4. Aug 4, Ram Sundaram / TNN /; 2020; Ist, 09:18। "NHAI set to rectify 18 accident-prone spots | Chennai News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০