গ্রিক-রোমান কুস্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গ্রীক-রোমান কুস্তি থেকে পুনর্নির্দেশিত)
গ্রিক-রোমান কুস্তি (Lutte Gréco-Romaine)
অন্য যে নামে পরিচিতফরাসী কুস্তি (Lutte française), Greco, Flat Hand Wrestling
লক্ষ্যকুস্তি
উৎপত্তির দেশফ্রান্স[১]
উদ্ভাবকজীন এক্সব্রায়ট
বিখ্যাত অনুশীলনকারীকারাম গ্র্যাবার, আলেকজান্ডার ক্যারেলিন, মিযেইন লোপেজ, ভার্নে গ্যাগনি, কার্ল ওয়েস্টারগ্রেন, ভেলারী রেজানচেভ, হামজা ইয়েরলিকায়া, হামিদ সুরিয়ান, ভিনসেনজো মেনজা, আর্মেন নাযারয়ান, ইচবান কোযমা, আলবার্টো ডেল রিও, ড্যান হ্যানডারসন
অলিম্পিক খেলাহ্যাঁ, ১৮৯৬ থেকে

গ্রিক-রোমান কুস্তি হল কুস্তির একটি ধরন, যা বিশ্বব্যাপী অনুশীলন করা হয়। এটি ১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হয় এবং ১৯০৮ সাল পর্যন্ত প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে অনুষ্ঠিত হয়।[২] দুইজন কুস্তিগির দুই-তিন মিনিট সময়কালে তাদের পারফরমেন্স অনুযায়ী স্কোর করেন। খেলাটি শীঘ্রই একটি পিন (অথবা পতন) দ্বারা শেষ হয়ে যেতে পারে। এই ধরনের কুস্তিতে কোমরের নিচে ধরা নিষিদ্ধ; এটিই এই কুস্তির সাথে অলিম্পিকের ফ্রীস্টাইল কুস্তির মধ্যকার প্রধান পার্থক্য। এই নিষেধাজ্ঞার কারণে একজন কুস্তিগিরের ছোঁড়ার উপর জোর দিতে হয়, কেননা খেলোয়াড় তার প্রতিদ্বন্দ্বীকে নিচে ফেলে দেয়ার জন্য পা ব্যবহার করতে পারবেনা।

ফ্রীস্টাইল কুস্তিতে আর্ম ড্র্যাগ, বিয়ার হাগ এবং হেড লক-এর মত কৌশল দেখা যায়, যা গ্রিক-রোমান কুস্তিতে অধিক প্রয়োগ হয়। বিশেষত, সারপ্লেক্স নামক একটি গ্র্যাপলিং কৌশল প্রয়োগ হয়, যেখানে আক্রমণরত কুস্তিগির তার পতিপক্ষকে উত্তোলন করে এমনভাবে পিছনের দিকে নিক্ষেপ করে যাতে প্রতিপক্ষের ঘাড় মঞ্চে স্পর্শিত হয়। [৩]

বিশ্ব কুস্তি সংঘের মতে, গ্রিক-রোমান কুস্তি আন্তর্জাতিকভাবে চর্চাকৃত প্রধান ছয়টি অপেশাদার প্রতিযোগিতামূলক কুস্তির একটি। অন্যান্যগুলো হল ফ্রীস্টাইল কুস্তি, গ্র্যাপলিং/সাবমিশন কুস্তি, বীচ কুস্তি, Pankration athlima, Alysh/বেল্ট কুস্তি এবং ঐতিহ্যময়/লোক কুস্তি[৪] ২০১৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে ফ্রীস্টাইল এবং গ্রিক-রোমান কুস্তি বাদ দেয়ার পক্ষে ভোট দেয়।[৫] ২০১৩ সালের সেপ্টেম্বরে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৫তম অধিবেশনে কুস্তি একটি অতিরিক্ত ক্রীড়া হিসেবে নির্বাচিত হয়। [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গ্রিক-রোমান কুস্তি"। FILA। ২০১১-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৮ 
  2. FILA Wrestling History of Greco-Roman Wrestling ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ জুলাই ২০১১ তারিখে
  3. "Wrestling, Greco-Roman" by Michael B. Poliakoff from Encyclopedia of World Sport: From Ancient Times to the Present, Vol. 3, p. 1196, eds. David Levinson and Karen Christensen (Santa Barbara, California: ABC-CLIO, Inc., 1996).
  4. "Fila Wrestling : site de la Fédération Internationale des Luttes Associées"। ১৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৮ 
  5. http://www.olympic.org/news/ioc-executive-board-recommends-25-core-sports-for-2020-games/190772
  6. http://www.olympic.org/news/wrestling-added-to-olympic-programme-for-2020-and-2024-games/208839