বিষয়বস্তুতে চলুন

গ্যারি রবার্টসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যারি রবার্টসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
গ্যারি কিথ রবার্টসন
জন্ম (1960-07-15) ১৫ জুলাই ১৯৬০ (বয়স ৬৪)
নিউ প্লাইমাউথ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
সম্পর্কস্টিফেন রবার্টসন (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৫৮)
১৩ মার্চ ১৯৮৬ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৯)
১৫ ফেব্রুয়ারি ১৯৮১ বনাম ভারত
শেষ ওডিআই১৪ মার্চ ১৯৮৯ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ৮৮ ৬৯
রানের সংখ্যা ১২ ৪৯ ১,৮৭৫ ৭৫৭
ব্যাটিং গড় ১২.০০ ৮.১৬ ২১.৩০ ১৬.৮২
১০০/৫০ ০/০ ০/০ ০/১০ ০/২
সর্বোচ্চ রান ১২ ১৭ ৯৯* ৫৮
বল করেছে ১৪৪ ৪৯৮ - ৩,৩৫৪
উইকেট ২৫২ ৭৮
বোলিং গড় ৯১.০০ ৫৩.৫০ ২৯.৬৩ ২৭.৫৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/৯১ ২/২৯ ৬/৪৭ ৫/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ২/- ২২/- ১০/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ নভেম্বর ২০১৯

গ্যারি কিথ রবার্টসন (ইংরেজি: Gary Robertson; জন্ম: ১৫ জুলাই, ১৯৬০) নিউ প্লাইমাউথ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮১ থেকে ১৯৮৯ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][][]

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন গ্যারি রবার্টসন

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯৭৯-৮০ মৌসুম থেকে ১৯৮৯-৯০ মৌসুম পর্যন্ত গ্যারি রবার্টসনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। হক কাপে তারানাকি দলের পক্ষে খেলেছেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও দশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন গ্যারি রবার্টসন। ১৩ মার্চ, ১৯৮৬ তারিখে অকল্যান্ডে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।

ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। তার দুই সন্তান রয়েছে। জ্যেষ্ঠ ভ্রাতা স্টিফেন রবার্টসন ১৯৮০-এর দশকে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. List of New Zealand Test Cricketers
  2. "New Zealand Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "New Zealand Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]