গ্যাব্রিয়েলা চার্লটন
গ্যাব্রিয়েলা চার্লটন | |
---|---|
জন্ম | গ্যাব্রিয়েলা নাতালি চার্লটন ১৮ ডিসেম্বর ১৯৯৮ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | গ্যাবি |
শিক্ষা | লয়োলা কলেজ, চেন্নাই |
পেশা |
|
কর্মজীবন | ২০০৯ – বর্তমান |
পরিচিতির কারণ | ইরামানা রোজাভে ২ |
গ্যাব্রিয়েলা নাতালি চার্লটন (জন্ম: ১৮ই ডিসেম্বর ১৯৯৮)[১] হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং টেলিভিশন ব্যক্তিত্ব যিনি তামিল ভাষার টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করেন। তিনি রিয়েলিটি ড্যান্স টেলিভিশন সিরিজ জোড়ি জুনিয়র-এ উপস্থিত হয়েছেন এবং জোড়ি নাম্বার ওয়ান -এর ষষ্ঠ মরশুমে উপস্থিত হয়েছিলেন, এই প্রতিযোগিতাটি তিনি জিতেছিলেন। ২০২০ সালে, তিনি রিয়েলিটি সিরিজ বিগ বস তামিল-এর চতুর্থ মরশুমের একজন প্রতিযোগী ছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]গ্যাব্রিয়েলা নয় বছর বয়সে টেলিভিশনে তাঁর কর্মজীবন শুরু করেন, স্টার বিজয়ে সম্প্রচারিত একটি নৃত্য রিয়েলিটি শো জোড়ি জুনিয়র -এ অংশগ্রহণের মাধ্যমে।[২][৩] তিনি স্টার বিজয়ে প্রচারিত স্কুল শিশুদের নিয়ে তৈরি তামিল ধারাবাহিক ৭আম ভাগুপ্পু সি পিরিভু -তে গ্যাবির চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি স্টার বিজয়ের রিয়েলিটি ডান্স সিরিজ জোড়ি নাম্বার ওয়ান-এর ষষ্ঠ মরশুমেও উপস্থিত ছিলেন এবং জিতেছিলেন।[৪]
গ্যাব্রিয়েলা চার্লটন রোমান্টিক থ্রিলার ফিল্ম ৩-এ সুমি চরিত্রে[৫] এবং পরে চেন্নাইয়েল ওরু নাল -এ রিয়া চরিত্রে অভিনয় করেন। তিনি আপ্পা ছবিতে রশিতার চরিত্রে অভিনয় করেছিলেন।[৬] তিনি বিগ বস মরশুম ৪ -এর চূড়ান্ত পর্বে ছিলেন। ইরামনা রোজাভে ২- তে মুখ্য ভূমিকায় ছিলেন।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা(গুলি) | মন্তব্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১২ | ৩ | সুমি | প্রথম চলচ্চিত্র; শিশু শিল্পী | [২] |
২০১৩ | চেন্নাইয়েল ওরু নাল | রিয়া | [৬] | |
২০১৬ | আপ্পা | রশিতা ভানু | প্রধান ভূমিকা | [৬] |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | সিরিজ/শো | ভূমিকা | টীকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০০৯ | জোড়ি নাম্বার ওয়ান জুনিয়র | প্রতিযোগী | রিয়েলিটি নৃত্য প্রতিযোগিতা; বিজয়ী | [৬] |
২০১২ | ৭আম ভাগুপ্পু সি পিরিভু | গ্যাবি | টিভি সিরিজ | [২] |
২০১৩-২০১৪ | জোডি নাম্বার ওয়ান মরশুম ৬ | প্রতিযোগী | রিয়েলিটি নৃত্য প্রতিযোগিতা; বিজয়ী | [৬] |
২০১৫ | জিন মরশুম ২ | প্রতিযোগী | ||
২০২০-২০২১ | বিগ বস তামিল মরশুম ৪ | প্রতিযোগী | ১০২তম দিনে নগদ ৫ লাখ পুরস্কার নিয়ে বেরিয়ে যান | [৭] |
২০২১ | বিবি জোড়িগাল মরশুম ১ | প্রতিযোগী | রিয়েলিটি নৃত্য প্রতিযোগিতা; রানার আপ | |
রাজা রানি ২ | স্বয়ং | অতিথি উপস্থিতি, টিভি সিরিজ | ||
২০২২-২০২৩ | ইরামানা রোজাভে ২ | কাব্য পার্থিবন | প্রধান চরিত্র, টিভি সিরিজ | |
২০২২ | ও সোলরিয়া ওওম সোলরিয়া | স্বয়ং | অংশগ্রহণকারী | |
২০২৪-বর্তমান | মারুমাগাল | আথিরাই | প্রধান চরিত্র, টিভি সিরিজ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ What I Did On My Birthday | Mom Surprised Me | Gabriella Charlton (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩
- ↑ ক খ গ "விஜய் டிவி ஜூனியர்ஸ் எல்லோரும் இப்ப சீனியர்ஸ்.. இவங்க யார் தெரியுதா?"। ১৯ আগস্ট ২০২০।
- ↑ "From Neelima Rani to Sujitha Dhanush: Tamil actresses who started their career as child artists"। The Times of India। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৩।
- ↑ Lakshmi, K.; Hamid, Zubeda (৩০ মার্চ ২০১৪)। "Reality shows change lives"। The Hindu। ৩১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "தனுஷின் 3 படத்தில் கேப்ரியெல்லா நடிக்க இப்படி தான் வாய்ப்பு கிடைத்ததா?"। Tamil Cinema News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গ ঘ ঙ Kumayaa, Harshitha D. (১২ মে ২০১৬)। "Gabriella's going places"। The Hindu।
- ↑ "Bigg Boss Tamil Season 4: Check out the list of contestants"। The New Indian Express।