গ্যাবি লাস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যাবি লস্কি

গ্যাভ্রিয়েলা "গ্যাবি" শুতজ লাস্কি (হিব্রু ভাষায়: גבריאלה "גבי" שוץ לסקי‎) একজন ইসরায়েলি রাজনীতিবিদ, অ্যাটর্নি, নারীবাদী, মানবাধিকার কর্মী ও সামাজিক কর্মী। ২০২১ সাল থেকে তিনি মেরেসের প্রতিনিধিত্বকারী কনেসেটের সদস্য হিসাবে কাজ করেন। তিনি ২০১৩ সাল থেকে ২০১৮ সালের মধ্যে তেল আবিব সিটি কাউন্সিলের সদস্যা হিসাবে মেরেৎজের প্রতিনিধিত্ব করেন এবং ইসরায়েলি শান্তি সংগঠন পিস নাও এর মহাসচিব ছিলেন। তিন একজন মানবাধিকার আইনজীবী হিসাবে ইসরায়েল, গাজাপশ্চিম তীরের মধ্যে নির্যাতন, মিথ্যা কারাদণ্ড ও পুলিশি বর্বরতার মামলার ক্ষেত্রে নথি তৈরি ও প্রতিক্রিয়া প্রদান করেন।

জীবনী[সম্পাদনা]

তিনি মেক্সিকো মেক্সিকো সিটিতে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে ১৫ বছর বয়সে ইসরায়েলে চলে যান এবং যুব আলিয়াহ আন্দোলন দ্বারা পরিচালিত একটি আবাসিক বিদ্যালয়ে অধায়্যন করেন। তার পরিবার পরে অনুসরণ করে।[১][২]

তিনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ম্যানেজমেন্ট এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ছাত্রী হিসেবে শুলামিত আলোনির প্রশংসা করেন এবং মেরেৎজের ছাত্র সংগঠনের প্রথম প্রধান হন।

তিনি তার প্রতিষ্ঠিত আইন সংস্থা "গ্যাবি লাস্কি অ্যান্ড অ্যাসোসিয়েটস" এর একজন অংশীদার, যা বাকস্বাধীনতা ও প্রতিবাদ করার অধিকারে বিশেষজ্ঞ।[৩] তিনি অনেক উচ্চ-স্তরের মামলা পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে বিবেকবান আপত্তিকারীরা বাধ্যতামূলক সামরিক পরিষেবার জন্য নিজেদের তালিকাভুক্ত করতে অস্বীকার করা,[৪] হুইসেল ব্লোয়ার,[৫] ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কর্তৃক গ্রেপ্তার ফিলিস্তিনি নাগরিক,[৬][৭][৮] এবং তাদের কিছু মামলার যুক্তি ইসরায়েলের সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপন করা।[৯] তিনি দখলবিরোধী সংগঠন অ্যানার্কিস্টস এগেইনস্ট দ্য ওয়াল, ইজরায়েল বিডিএস বিরোধী আইনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গুশ শালোম গোষ্ঠী, মহিলা সংগঠন ম্যাকসোম ওয়াচ (বা চেকপয়েন্ট ওয়াচ, ফিলিস্তিনি নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণকারী ইসরায়েলি চেকপয়েন্টগুলি পর্যবেক্ষণ করে), মানবাধিকার সংগঠন বি'সলেম, একজন আরব কবি ইসরায়েল কর্তৃক অভিযুক্ত ও ফেসবুকে একটি কবিতা প্রকাশের জন্য কারাবন্দী দারিন তাতুরের রাজনৈতিক কর্মীদের প্রতিনিধিত্ব করেছিলেন।[১০] সেইসাথে ইসরায়েল কর্তৃক কারাগারে বন্দি কিশোর বয়সী ফিলিস্তিনি কর্মী আহেদ তামিমি - এক সশস্ত্র সৈনিককে তার আঙ্গিনায় প্রবেশ করান।[১১] লাস্কি প্রতিবাদ ও সামাজিক পরিবর্তন সংস্থার আইনি উপদেষ্টা, যার মধ্যে রয়েছে পাবলিক কমিটি এগ্রেস্ট টর্চার ইন ইসরায়েল[৯] ও ব্রেকিং দ্য সাইলেন্স,[২] এবং পূর্বে ইসরায়েলি বার অ্যাসোসিয়েশনের মানবাধিকার আইন কমিটির চেয়ারম্যান ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. אריק בנדר (৫ ফেব্রুয়ারি ২০১৯)। "הכר את המועמדת: גבי לסקי נלחמת בקו הראשון על זכויות האדם בישראל"Ma'ariv (হিব্রু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  2. אורן זיו (৬ ফেব্রুয়ারি ২০১৯)। ""אני מתמודדת כדי להביא את המאבק בכיבוש לכנסת""שיחה מקומית (হিব্রু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  3. "GABY LASKY & PARTNERS - LAW OFFICES"Dun's Guide। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  4. "סרבנות גיוס לצה"ל מטעמי מצפון - עתירה לקיום דיון נוסף"פסקדין - אתר המשפט הישראלי (হিব্রু ভাষায়)। ১৬ নভেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  5. ירון טן-ברינק (১ ফেব্রুয়ারি ২০১৯)। "הלוחמת: גבי לסקי ממרצ לא מוכנה להיות ילדה טובה"Time Out Tel Aviv (হিব্রু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  6. Marom, Yael (১৪ মার্চ ২০১৮)। "Military court sends leading Palestinian nonviolent activist to prison"+972 Magazine। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  7. Matar, Haggai (২৬ মে ২০১৬)। "Israeli tribunal upholds ban on British human rights activist"+972 Magazine। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  8. Salisbury-Corech, Michael (৭ ডিসেম্বর ২০১৫)। "Palestinian teen jailed for six days on trumped up charges"+972 Magazine। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  9. "Gaby Lasky"Palestine: Information with Provenance। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৪ 
  10. Haifawi, Yoav (২২ ফেব্রুয়ারি ২০১৮)। "A bizarre end to the trial of Palestinian poet Dareen Tatour"+972 Magazine। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  11. Ziv, Oren (১৭ জানুয়ারি ২০১৮)। "Military court: Ahed Tamimi and her mom to remain in prison"+972 Magazine। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯