গ্নু ইউনিফন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্নু ইউনিফন্ট
Categoryইউনিকোড, বিটম্যাপ, স্যান্স-সেরিফ
Classificationডুয়োস্পেস
Designer(s)রোমান জাবোরা, পল হার্ডি
Date created১৯৯৮
Date released১০ আগস্ট ২০১৮; ৫ বছর আগে (2018-08-10) (সংস্করণ ১১.০.০২)
Licenseগ্নু জেনারেল পাবলিক লাইসেন্স
See all characters

গ্নু ইউনিফন্ট (ইংরেজি: GNU Unifont) হলো পুরো ইউনিকোড ব্যাসিক মাল্টিলিঙুয়াল প্ল্যাইন কাভার করা একটি ফ্রি বিটম্যাপ ফন্ট। এটি একটি অন্তর্বর্তী বিটম্যাপড ফন্ট ফরম্যাট ব্যবহার করে। গ্নু ইউনিফন্টের উন্নয়নকারী রোমান জাবোরা।

অধিকাংশ ফ্রি অপারেটিন সিস্টেম ও উইন্ডো ব্যবস্থায়, যেমন গ্নু/লিনাক্স, এক্সফ্রি৮৬ অথবা এক্স ডট অর্গ সার্ভার এবং রকবক্সের মত কিছু গ্রথিত ব্যবস্থায় এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ফন্টটি গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স ২য় সংস্করণ+ এর অধীনে লাইসেন্সকৃত।

অক্টোবর ২০১৩ সালে এটি একটি গ্নু প্যাকেজে পরিণত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]