গৌরীপুর–শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌরীপুর-শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ
শ্যামগঞ্জ জারিয়া রেলপথ.jpg
জালসুকা রেলক্রসিংয়ে শামগঞ্জ জারিয়া রেলপথ।
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিসক্রিয়
মালিকবাংলাদেশ রেলওয়ে
অঞ্চল বাংলাদেশ
বিরতিস্থল
স্টেশন১১
পরিষেবা
ধরনবাংলাদেশের রেললাইন
পরিচালকবাংলাদেশ রেলওয়ে
ইতিহাস
চালু১৯১৮
কারিগরি তথ্য
ট্র্যাক গেজ

গৌরীপুর-শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাংলাদেশের একটি মিটারগেজ রেলপথ। যা বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয়।[১][২] এই রেলপথটি ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথের একটি শাখা রেলপথ।

ইতিহাস[সম্পাদনা]

১৯১২-১৯১৮ সালের মধ্যে ময়মনসিংহ-ভৈরববাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-নেত্রকোণা-মোহনগঞ্জ, শ্যামগঞ্জ-জারিয়া ঝাঞ্চাইল, গৌরীপুর-ভৈরববাজার রেললাইন স্থাপন করে। এই শাখাগুলি ১৯৪৮-৪৯ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে।[৩]

স্টেশন তালিকা[সম্পাদনা]

গৌরীপুর-শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথে থাকা স্টেশনগুলো হচ্ছে:

(শ্যামগঞ্জ জংশন-জারিয়া ঝাঞ্জাইল রেলপথ)

শাখা লাইন[সম্পাদনা]

শ্যামগঞ্জ জংশন-জারিয়া ঝাঞ্জাইল রেলপথ[সম্পাদনা]

গৌরীপুর-শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কংস নদী সংলগ্ন জারিয়া ঝাঞ্জাইল স্টেশন পর্যন্ত এই লাইন অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পর পর ট্রেন দুর্ঘটনা, গৌরীপুর রেলওয়ের ৩ জনকে ঢাকায় তলব"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪ 
  2. "পথহারা রেলপথ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪ 
  3. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪