গৌরীপ্রসন্ন মজুমদার
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (সেপ্টেম্বর ২০২৫) |
গৌরীপ্রসন্ন মজুমদার | |
|---|---|
| জন্ম | ৫ ডিসেম্বর ১৯২৫ |
| মৃত্যু | ২০ আগস্ট ১৯৮৬ (বয়স ৬০) |
| জাতীয়তা | ভারতীয় |
| পরিচিতির কারণ | কবি ও গীতিকার |
গৌরীপ্রসন্ন মজুমদার (৫ ডিসেম্বর ১৯২৫ – ২০ অগাস্ট ১৯৮৬) বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যাঁরা প্রেমাবেগ-ঊষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তাঁর বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তাঁর লেখা 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শোনো একটি মুজিবের থেকে গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, অংশুমান রায়ের কন্ঠে এবং দীনেন্দ্র চৌধুরীর সুর ও পরিচালনায় একটি বিখ্যাত গান।[১]
জন্ম ও মৃত্যু
[সম্পাদনা]গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু ছিল তাঁর ডাক নাম। তাঁর পিতা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক। গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।
জনপ্রিয় শ্রেষ্ঠ গান
[সম্পাদনা]- স্মরণের এই বালুকাবেলায় (১৯৪৮)
- আর কত দূরে নিয়ে যাবে (১৯৫৩)
- হায় হায় গো রাত (১৯৫৩)
- গানে মোর কোন্ ইন্দ্রধনু (১৯৫৪)
- ও শিমূল বন (১৯৫৪)
- যদি ডাকো এপার হতে (১৯৫৪)
- মহুল ফুলে মৌ জমেছে (১৯৫৪)
- এমন দিন আসতে পারে (১৯৫৪)
- সারাবেলা আজি কে ডাকে (১৯৫৫)
- জীবনে যদি দীপ জ্বালাতে (১৯৫৫)
- ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা (১৯৫৫)
- আমার স্বপ্নে দেখা রাজকন্যা (১৯৫৬)
- ঝিরি ঝিরি পিয়ালের কুঞ্জে (১৯৫৬)
- এই কূলে আমি আর ঐ কূলে তুমি (১৯৫৬)
- এ শুধু গানের দিন (১৯৫৭)
- তুমি না হয় রহিতে কাছে (১৯৫৭)
- তুমি যে আমার (১৯৫৭)
- আজ দুজনার দুটি পথ (১৯৫৭)
- সেদিনের সোনাঝরা সন্ধ্যা (১৯৫৭)
- ও জানি, ভোমরা কেন (১৯৫৭)
- প্রেম একবারই এসেছিল (১৯৫৮)
- আমার গানের স্বরলিপি (১৯৫৮)
- হোক না আকাশ মেঘলা (১৯৫৮)
- নীড় ছোটো ক্ষতি নেই (১৯৫৮)
- সূর্য ডোবার পালা (১৯৫৮)
- ঝনক ঝনক কনক কাঁকন বাজে (১৯৫৮)
- ওগো সুন্দর জানো নাকি (১৯৫৮)
- মুছে যাওয়া দিনগুলি (১৯৫৮)
- এই তো হেথায় (১৯৫৮)
- এক পলকে একটু দেখা (১৯৫৮)
- শিং নেই তবু নাম তার সিংহ (১৯৫৮)
- শুধু একটুখানি চাওয়া (১৯৫৮)
- বনে নয় মনে মোর (১৯৫৮)
- ও নদীরে একটি কথা (১৯৫৯)
- নীল আকাশের নীচে (১৯৫৯)
- এই মায়াবী তিথি (১৯৫৯)
- তোমার দুটি চোখে (১৯৫৯)
- এই রাত তোমার আমার (১৯৫৯)
- এ মন বন্ধু আর কে আছে (১৯৫৯)
- আর যেন নেই কোনো ভাবনা (১৯৫৯)
- পথের ক্লান্তি ভুলে (১৯৫৯)
- তোমার ভূবনে মাগো (১৯৫৯)
- এই বালুকাবেলায় আমি (১৯৬০)
- এই মেঘলা দিনে একলা (১৯৬০)
- কেন দূরে থাকো (১৯৬০)
- এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় (১৯৬০)
- আমি দূর হতে তোমারেই (১৯৬০)
- অলির কথা শুনে (১৯৬০)
- বাঁশি শুনে আর কাজ নেই (১৯৬০)
- এই পথ যদি না শেষ হয় (১৯৬১)
- আমি নতুন স্বপন দেখি (১৯৬১)
- আমি শুনেছি তোমারি গান (১৯৬১)
- যে বাঁশি ভেঙে গেছে (১৯৬১)
- গানের স্বরলিপি (১৯৬১)
- এই রাত হল কত সুন্দর (১৯৬১)
- জাদু ভরা ঐ বাঁশি (১৯৬১)
- বাঁশি বুঝি সেই সুরে (১৯৬১)
- আয়না বাসা চুড়িগুলি (১৯৬১)
- কাজল কাজল চোখে (১৯৬১)
- ও ময়না কথা কও (১৯৬১)
- জানি একদিন আমার জীবনী (১৯৬১)
- ভুল সবই ভুল (১৯৬১)
- তারে বলে দিও (১৯৬২)
- আহা রে বিধি গো (১৯৬৩)
- লাল ঝুঁটি কাকাতুয়া (১৯৬৩)
- ও তুই ঘুমের ঘোরে (১৯৬৩)
- এই মজার মজার ভেলকি (১৯৬৩)
- শোন্ শোন্ মজার কথা (১৯৬৩)
- এ গানে প্রজাপতি (১৯৬৩)
- আমি চেয়ে চেয়ে দেখি (১৯৬৩)
- জীবনখাতার প্রতি পাতায় (১৯৬৩)
- মাধবী মধুপে হলো মিতালি (১৯৬৩)
- গানে ভূবন ভরিয়ে দেবে (১৯৬৩)
- আজ তারায় তারায় জ্বলুক (১৯৬৪)
- তোমার সমাধি ফুলে ফুলে (১৯৬৫)
- আকাশ কেন ডাকে (১৯৬৫)
- ধরো কোনো এক শ্বেত পাথরের(১৯৬৬)
- এই সুন্দর পৃথিবী ছেড়ে (১৯৬৬)
- তোমরা আমার গান শুনে (১৯৬৬)
- নয় থাকলে আরো কিছুক্ষণ (১৯৬৬)
- এলোমেলো কথা (১৯৬৬)
- আমি যামিনী তুমি শশী হে (১৯৬৭)
- তুহু মম মন প্রাণ হে (১৯৬৭)
- মা তুই দয়া করবি কিনা (১৯৬৭)
- আমি যে জলসাঘরে (১৯৬৭)
- বিধি রে এই খেয়া বাইবো (১৯৬৭)
- এই এদিকে এসো (১৯৬৮)
- যাবো কি যাবো না (১৯৬৮)
- যেতে দাও আমারে ডেকোনা (১৯৬৯)
- রাত দুপুরে দুষ্টু বাঁশি বাজে (১৯৬৯)
- শেষ দেখা সেই রাতে (১৯৬৯)
- মানুষ খুন হলে পরে (১৯৬৯)
- লাল নীল সবুজের মেলা (১৯৬৯)
- ফুল পাখি বন্ধু আমার (১৯৬৯)
- তোমার ঐ ধূপছায়া রং (১৯৭০)
- ঝিরি ঝিরি বাতাস কাঁদে (১৯৭০)
- রাজার পঙ্খী উইড়া গেলে (১৯৭০)
- আজ রাতে আর যাত্রা (১৯৭০)
- যা খুশি ওরা বলে বলুক (১৯৭০)
- ওরে সকল সোনা মলিন (১৯৭০)
- এ কী হলো (১৯৭০)
- তবু বলে কেন সহসাই (১৯৭০)
- বন্ধ ঘরের অন্ধকারে (১৯৭০)
- আজ গুন গুন গুন গুন (১৯৭০)
- কী যে ভাবি এলোমেলো (১৯৭০)
- শোনো একটি মুজিবরের থেকে (১৯৭১)
- দংশিলি তুই (১৯৭১)
- চলো রীনা ক্যাসুরিনার (১৯৭১)
- চোখে চোখে কথা বলো (১৯৭১)
- মাগো তোমার ভাবনা কেন (১৯৭১)
- কই গো কই গো কই (১৯৭১)
- এসো কাছে এসো (১৯৭১)
- কে জেগে আছো (১৯৭১)
- হাজার টাকার ঝাড়বাতিটা (১৯৭২)
- সখী কালো আমার ভালো লাগে (১৯৭২)
- যেমন সাপিনীকে পোষ (১৯৭২)
- যদি জানতে চাও (১৯৭২)
- একগোছা রজনীগন্ধা (১৯৭২)
- ডেকে ডেকে কত কথা (১৯৭৩)
- ফুলে গন্ধ নেই (১৯৭৩)
- আহা মরি মরি (১৯৭৩)
- দেখুক পাড়া পড়শীতে (১৯৭৩)
- ও ভাবের নাগরী (১৯৭৩)
- এই তো ভবের খেলা (১৯৭৩)
- ভোলা মন মন আমার (১৯৭৩)
- যেতে যেতে পথে হল দেরি (১৯৭৪)
- মহুয়ায় জমেছে আজ মৌ (১৯৭৪)
- ওগো বর্ষা তুমি ঝরো না (১৯৭৪)
- কত না নদীর জন্ম হয় (১৯৭৪)
- যখন মানুষের দুঃখে (১৯৭৪)
- যদি হই চোরকাঁটা (১৯৭৪)
- জানিনা আজ যে আপন (১৯৭৪)
- বিপিনবাবুর কারণ সুধা (১৯৭৪)
- কী আশায় বাঁধি খেলাঘর (১৯৭৪)
- যদি কাগজে লেখো নাম (১৯৭৪)
- লক্ষ্মীটি দোহাই তোমার (১৯৭৫)
- মধুমাস যায় (১৯৭৫)
- কাহারবা নয় দাদরা বাজাও (১৯৭৫)
- ভালবাসার আগুন জ্বালাও (১৯৭৫)
- আমি সাহেবও নই (১৯৭৫)
- এমন একটা গল্প বলতে পারো(১৯৭৫)
- এমন স্বপ্ন কখনো দেখিনি (১৯৭৫)
- একটু আরো নয় (১৯৭৬)
- কথা দিয়ে এলে না (১৯৭৬)
- ময়না বলো তুমি (১৯৭৬)
- চন্দ্র যে তুই (১৯৭৬)
- আজ হৃদয়ে ভালোবেসে (১৯৭৬)
- মোর স্বপ্নের সাথী (১৯৭৬)
- মাধবী ফুটেছে ঐ (১৯৭৬)
- এতো কাছে দুজনে (১৯৭৬)
- এই মোম জোছনায় (১৯৭৬)
- তিনি একটি বেলপাতাতেই তুষ্ট (১৯৭৭)
- তুমি সূর্য তুমি চন্দ্র (১৯৭৭)
- শিব শম্ভু ত্রিপুরারী (১৯৭৭)
- তোমার চন্দ্র সূর্য (১৯৭৭)
- বোবা বলে দুঃখ কেন (১৯৭৭)
- বাক কাঁধে তুলে (১৯৭৭)
- পঞ্চ প্রদীপে (১৯৭৭)
- বিষ্ণুপ্রিয়া গো (১৯৭৭)
- বাক কাঁধে চলে (১৯৭৭)
- আজ তোমার পরীক্ষা ভগবান(১৯৭৭)
- পদ্ম পাতায় ভোরের শিশির (১৯৭৭)
- দূরে আকাশ (১৯৭৭)
- জুই সাদা রে (১৯৭৭)
- দুয়ো দুয়ো আড়ি (১৯৭৭)
- সেদিনও আকাশে ছিল (১৯৭৭)
- আমার মনের এই ময়ূর (১৯৭৭)
- কী করে বোঝাই তোদের (১৯৭৭)
- তোমাদের আসরে আজ (১৯৭৭)
- তিনটি মন্ত্র নিয়ে (১৯৭৭)
- আমার স্বপ্ন তুমি (১৯৭৭)
- আশা ছিল ভালবাসা ছিল (১৯৭৭)
- কথা কিছু কিছু (১৯৭৭)
- আমার বাবা ভালো ছিল (১৯৭৭)
- কবর দাও বা চিতায় পোড়াও (১৯৭৭)
- তুমি যে প্রেমের স্বরলিপি (১৯৭৮)
- মনে না রং লাগলে (১৯৭৮)
- কে বলে বিজলী শুধু (১৯৭৮)
- মনে হয় স্বর্গে আছি (১৯৭৮)
- তোরা হাত ধর প্রতিজ্ঞা কর (১৯৭৯)
- নদী যদি বলে (১৯৭৯)
- এবার তাহলে আমি যাই (১৯৭৯)
- আসবো আরেকদিন আজ যাই (১৯৮০)
- ভারতের পুণ্য মাটিতে (১৯৮০)
- সীতা মা নাকি কলঙ্কিনী (১৯৮০)
- আর কারো নাম যেন (১৯৮০)
- জয় জয় রাম (১৯৮০)
- আমার স্বপ্ন যে (১৯৮১)
- ওঠো ওঠো সূর্যাই রে (১৯৮১)
- ফুলকলি রে ফুলকলি (১৯৮১)
- কালিরামের ঢোল (১৯৮১)
- হায়রে পোড়া বাঁশি (১৯৮১)
- দাদা পায়ে পড়ি রে (১৯৮১)
- ভাদর আশ্বিন মাসে (১৯৮১)
- ও মালিক সারা জীবন (১৯৮১)
- এত বেলা হয়ে গেলো (১৯৮১)
- আর কি তোমায় ছাড়ছি (১৯৮২)
- আঙুর আঙুর চোখ (১৯৮২)
- আমি জানি না (১৯৮২)
- পেলাম তোমায় (১৯৮২)
- লাল নীল হলদে (১৯৮২)
- চোখে নামে বৃষ্টি (১৯৮২)
- মাছের কাঁটা খোঁপার কাঁটা (১৯৮২)
- কৃষ্ণচূড়া শোন (১৯৮২)
- মঙ্গল দীপ জ্বেলে (১৯৮৩)
- হো রে রে রে (১৯৮৩)
- জানো নাকি তুমি (১৯৮৩)
- তোমরা পয়সা দিয়ে (১৯৮৩)
- আমি ফুলদানিতে সাজিয়ে (১৯৮৩)
- ঝর ঝর ঝরে (১৯৮৩)
- আমার কুয়াশা যে ওড়না (১৯৮৩)
- এই মনটা যদি (১৯৮৩)
- আড়ি ভাব আড়ি ভাব (১৯৮৩)
- কেন যে এমন হল (১৯৮৩)
- পাহাড় পাহাড় পাহাড় (১৯৮৩)
- একটা দেশলাই কাঠি জ্বালাও(১৯৮৩)
- কফি হাউসের সেই আড্ডাটা (১৯৮৩)
- বেহায়া বাঁশি ডাকে (১৯৮৩)
- মন চায় কী (১৯৮৪)
- এবার যাওয়াই ভালো (১৯৮৪)
- যতদিন না পৃথিবী থেকে (১৯৮৪)
- পথ হোক বন্ধুর (১৯৮৪)
- মন চুরি ছাড়া কাজ নেই (১৯৮৪)
- নতুন সে তো নতুনই (১৯৮৪)
- জানো যদি এ মন কী চায় (১৯৮৪)
- এমন মজার শহর (১৯৮৪)
- বান্দার সেলাম নাও (১৯৮৪)
- এসো গাও নাচো (১৯৮৪)
- আমি কি আর ভালো হব না (১৯৮৪)
- সেই ঢাকা মেল (১৯৮৪)
- সোনাতে কলঙ্ক ধরে না (১৯৮৪)
- আজ এই দিনটাকে (১৯৮৫)
- ছেড়োনা ছেড়োনা হাত (১৯৮৫)
- রুই কাতলা ইলিশ (১৯৮৫)
- রুই কাতলা (১৯৮৫)
- খেয়ে যে লাথি ল্যাং (১৯৮৫)
- নাগর আমার কাচা পীরিত (১৯৮৫)
- ও সূজন নাইয়া (১৯৮৫)
- ও মন মাঝি তোর (১৯৮৫)
- গুনগুন সুরে মৌমাছি (১৯৮৬)
- রূপসী রূপোলী রাত (১৯৮৬)
- তোমরা আমায় হাসতে (১৯৮৬)
- ফুলের গন্ধের মতো (১৯৮৬)
- বাইরে না হয় ঝড়ের (১৯৮৬)
- কিঙ্কিনী কিঙ্কিনী রিনিঝিনি (১৯৮৬)
- নীল নীল ঐ আকাশটা (১৯৮৬)
- আমার চোখে বর্ষা (১৯৮৬)
- অন্ধকারে আলো জ্বেলে (১৯৮৬)
- মা তুমি আমাকে (১৯৮৬)
- চিতাতেই সব শেষ (১৯৮৬)
- আমি যে কে তোমার (১৯৮৭)
- এই মন আমার হারিয়ে যায় (১৯৮৭)
- গুন গুন করে মন (১৯৮৭)
- যা পেয়েছি (১৯৮৭)
- নামে রাজা রাজার রাজা (১৯৮৭)
- পাচ গোলের খদ্দের (১৯৮৭)
- ঘুমের ছায়া ঘনিয়ে এলো (১৯৮৭)
- এক যে ছিল দুয়োরানি (১৯৮৭)
- বাঘ ভাল্লুক নয় (১৯৮৭)
- জীবনটা তার রাজপথ নয় (১৯৮৭)
- সোনামণি ছাড়া (১৯৮৭)
- ভেঙে দিল নিয়তি (১৯৮৭)
- দোল দোল দোল (১৯৮৭)
- এই সেই ঘর (১৯৮৭)
- গা ছমছম কী হয় (১৯৮৮)
- উড়ু উড়ু মন (১৯৮৮)
- রুই কাতলা পাবো ভেবে (১৯৮৮)
- ও বাবু তোমরা যতোই (১৯৮৮)
- গায়েগা গায়েগা জমানা (১৯৮৮)
- এবার তাহলে আমি যাই (১৯৮৮)
- চাঁদ আর সূর্য (১৯৮৯)
- দুচোখে বৃষ্টি (১৯৮৯)
- দুই নৌকায় দিয়া পা (১৯৮৯)
- তোমার কাছে যাব (১৯৮৯)
- সবই তো পেলাম তবু (১৯৯২; শেষ মুক্তিপ্রাপ্ত গান)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তিনি গীতিকার হিসেবে মোট ছয়বার বিএফজেএ পুরস্কার লাভ করেন।
- ১৯৬২: "স্বরলিপি" চলচ্চিত্র
- ১৯৬৪: "পলাতক" চলচ্চিত্র (মুকুল দত্তের সাথে যৌথভাবে)
- ১৯৬৮: "অ্যান্টনি ফিরিঙ্গি" চলচ্চিত্র
- ১৯৭৪: "বনপলাশীর পদাবলী" চলচ্চিত্র
- ১৯৭৬: "সন্ন্যাসী রাজা" চলচ্চিত্র
- ১৯৮৭: "অনুরাগের ছোঁয়া" চলচ্চিত্র
এছাড়া ২০১২ সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রথম আলো"। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
| জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান (দ্বিতীয় খণ্ড) চতুর্থ সংস্করণ তৃতীয় মুদ্রণ। ISBN 978-81-7955-292-5 (Vol.II)
