গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্র
গোলকগঞ্জ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
বিভাগ | নিম্ন আসাম |
জেলা | ধুবড়ী |
কেন্দ্র নং. | ২৫ |
লোকসভা কেন্দ্র | ৪. ধুবড়ী |
নির্বাচনী বছর | ২,০৩,৫১৩ (২০২১) |
গোলকগঞ্জ বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।
ভোটার পরিসংখ্যান
[সম্পাদনা]২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,০৩,৫১৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০৫,৭২২ জন এবং নারী ভোটার ৯৭,৭৮৮ জন। এছাড়াও তিনজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯২৫।
২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৭৭,১৫৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৩,২০৮ জন এবং নারী ভোটার ৮৩,৯৪৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৫৫,৮০১ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮১,৭৬৪ জন এবং নারী ভোটার ৭৪,০৩৭ জন।[৩]
বিধানসভার সদস্য
[সম্পাদনা]নির্বাচন | বিধায়ক[৪] | দল | সময়কাল | |
---|---|---|---|---|
২০২১ | আব্দুস সোবহান আলী সরকার | আইএনসি | ২০২১-বর্তমান | |
২০১৬ | অশ্বিনী রায় সরকার | বিজেপি | ২০১৬-২০২১ | |
২০১১ | আবু তাহের বেপারী | আইএনসি | ২০০৬-১৬ | |
২০০৬ | ||||
২০০১ | দীনেশ চন্দ্র সরকার | বিজেপি | ২০০১-০৬ | |
১৯৯৬ | আলাউদ্দিন সরকার | সিপিআই | ১৯৯১-২০০১ | |
১৯৯১ | ||||
১৯৮৫ | ডালিম রায় | স্বতন্ত্র | ১৯৮৫-৯১ | |
১৯৮৩ | কে.সি রায় প্রধানী | আইএনসি | ১৯৮৩-৮৫ | |
১৯৭৮ | আলাউদ্দিন সরকার | সিপিআই | ১৯৭৮-৮৩ | |
১৯৭২ | কে.সি রায় প্রধানী | স্বতন্ত্র | ১৯৬৭-৭৮ | |
১৯৬৭ | ||||
১৯৬২ | শরৎ চন্দ্র সিংহ | আইএনসি | ১৯৬২-৬৭ | |
১৯৫৭ | ভুবনচন্দ্র প্রধানী | ১৯৫৭-৬২ | ||
১৯৫১ | সন্তোষ বড়ুয়া | ১৯৫১-৫৭ |
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০২১ ফলাফল
[সম্পাদনা]আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : গোলকগঞ্জ[৫] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | আবদুস সোবহান আলী সরকার | ৮৯,৮৭০ | ৪৮.৯৬% | +৬.৭২ | |
বিজেপি | অশ্বিনী রায় সরকার | ৭৯,১৭১ | ৪৩.১৪% | -৩.০৬ | |
স্বতন্ত্র | আবু তাহের বেপারী | ১০,৪৩১ | ৫.৬৮% | অপ্রযোজ্য | |
তৃণমূল | শহিদুর রহমান | ১,১১৪ | ০.৬২% | অপ্রযোজ্য | |
স্বতন্ত্র | নীলিময় প্রধানী | ১,০৩০ | ০.৫৬% | অপ্রযোজ্য | |
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ১,৯২৫ | ১.০৫% | ||
জয়ের ব্যবধান | ১০,৬৯৯ | ৫.৮২% | +১.৮৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৩,৫৪১ | ৯০% | -১.২৩ | ||
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০১৬ ফলাফল
[সম্পাদনা]আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : গোলকগঞ্জ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিজেপি | অশ্বিনী রায় সরকার | ৭৪,৬৪৪ | ৪৬.২০ | +৫.২২ | |
কংগ্রেস | আব্দুস সোবহান আলী সরকার | ৬৮,২৫৩ | ৪২.২৪ | -১.৭১ | |
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | সাফের আলী আহমেদ | ১৬,৮৪৩ | ১০.৪২ | -১.০৮ | |
স্বতন্ত্র | জালাল উদ্দিন খান | ৮১৪ | ০.৫০ | অপ্রযোজ্য | |
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ১,০০১ | ০.৬১ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৩৯১ | ৩.৯৬ | +০.৯৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৬১,৫৫৫ | ৯১.২৩ | +৩.৮৪ | ||
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে | সুইং |
২০১১ ফলাফল
[সম্পাদনা]আসাম বিধানসভা নির্বাচন, ২০১১ : গোলকগঞ্জ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | আবু তাহের বেপারী | ৫৯,৩২০ | ৪৩.৯৫ | ||
বিজেপি | অশ্বিনী রায় সরকার | ৬৫,৩১২ | ৪০.৯৮ | ||
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | সাফের আলী আহমেদ | ১৫,৫২২ | ১১.৫০ | ||
অগপ | সন্তোষ কুমার সরকার | ১,৮৭৯ | ১.৩৯ | ||
তৃণমূল | জালাল উদ্দিন খান | ১,৫৭৫ | ১.১৬ | ||
স্বতন্ত্র | আলি হোসেন | ১,৩৬০ | ১.০০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,০০৮ | ২.৯৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৪,৯৬৮ | ৮৭.৩৯ | |||
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬।
- ↑ "About golakganj constituency"। Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১।
- ↑ https://www.news18.com/assembly-elections-2021/assam/golakganj-election-result-s03a025/
- ↑ "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১।
- ↑ "AC_Wise Final Result as per Form 21E"। CEO Assam (ইংরেজি ভাষায়)।