গোবিন্দাসী ইউনিয়ন
অবয়ব
গোবিন্দাসী | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে গোবিন্দাসী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৬′৫৯″ উত্তর ৮৯°৪৯′৩৬″ পূর্ব / ২৪.৪৪৯৭২° উত্তর ৮৯.৮২৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | ভূঞাপুর উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৮৪ |
সরকার | |
• চেয়ারম্যান | দুলাল হোসেন চকদার (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ১৭.৬ বর্গকিমি (৬.৮ বর্গমাইল) |
উচ্চতা | ১৯ মিটার (৬২ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৩,৪৩৯ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৯৬০ |
ওয়েবসাইট | gobindashiup |
গোবিন্দাসী ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার একটি ইউনিয়ন। এটি টাঙ্গাইল থেকে ৩৫ কিমি উত্তরে অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুসারে গোবিন্দশী ইউনিয়নের ৮,১০৯ টি পরিবার এবং জনসংখ্যা ৩৩,৪৩৯ জন ছিল। [১]
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার (বয়স ৭ এবং তার বেশি) ৪৬.৪% (পুরুষ-৪৯.৩%, মহিলা -৪৩.৬%) ছিল। [২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- গোবিন্দসী উচ্চ বিদ্যালয়
- রুহুলি উচ্চ বিদ্যালয়
- গোবিন্দসী সরকার প্রাথমিক বিদ্যালয়
- কয়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ
ভূগোল
[সম্পাদনা]জলবায়ু
[সম্পাদনা]গোবিন্দশীর একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে। গ্রীষ্মকালে গ্রীষ্মের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হয়। কপেন এবং গিজারের মতে এই জলবায়ুকে আও হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এখানে তাপমাত্রা গড়ে ২৫.৫° সেঃ।
নদী ব্যবস্থা
[সম্পাদনা]গোবিন্দশী পশ্চিম দিকে যমুনা নদী দ্বারা বেষ্টিত। নদীটি বর্ষাকালে ৭ কিলোমিটার চওড়া হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Population Census 2011: Tangail Table C-01" (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৬-১২-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০১।
- ↑ "Population Census 2011: Tangail Table C-06" (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৬-১২-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০১।