গুলশান আরা আহমেদ
গুলশান আরা আহমেদ | |
|---|---|
| জন্ম | গুলশান আরা |
| মৃত্যু | ১৫ এপ্রিল ২০২৫ ঢাকা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | অভিনেত্রী |
গুলশান আরা আহমেদ বা গুলশান আরা (মৃত্যু : ১৫ এপ্রিল ২০২৫) বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী।[১] ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক হয়। তিনি প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’– জিয়াউল হক পলাশ-এ মায়ের চরিত্র ‘পলি চেয়ারম্যান’ পরিচয়ে অভিনয় করে পরিচিতি পান। তিনি মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ একাধিক নাটক ও ধারাবাহিকেও অভিনয় করেছেন। বাংলাদেশি চলচ্চিত্র ও ছোট পর্দায় তিনি গুলশান আরা নামে পরিচিত ছিলেন।[২][৩]
ব্যক্তিগত ও কর্মজীবন
[সম্পাদনা]গুলশান আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন। তার স্বামী জালাল উদ্দিন আহমেদ। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের মা ছিলেন। তার ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।[৪]
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ১৯৯৯ | কদম আলী মাস্তান | এনায়েত করিম | ||
| ২০০৪ | আজকের সমাজ | |||
| জীবনের গ্যারান্টি নাই | মনতাজুর রহমান আকবর | |||
| ২০০৫ | দুর্ধর্ষ | |||
| এ্যাকশন লেডি | মনতাজুর রহমান আকবর | |||
| হাঙ্গামা | ||||
| ২০০৬ | হৃদয়ের কথা | অনিকের মা | এস এ হক অলিক | |
| বকুল ফুলের মালা | দেলোয়ার জাহান ঝন্টু | |||
| ২০০৭ | স্বপ্নডানায় | গোলাম রাব্বানী বিপ্লব | ||
| আমি বাঁচতে চাই | ||||
| নিষিদ্ধ প্রেম | জিল্লুর রহমান | |||
| মাস্তান সম্রাট | ||||
| ডাক্তার বাড়ী | আজিজুর রহমান | |||
| জমেলা সুন্দরী | ||||
| জিদ্দি পুলিশ | ||||
| ২০০৮ | বাবা আমার বাবা | |||
| মায়ের স্বপ্ন | ||||
| অবাধ্য সন্তান | ||||
| ২০০৯ | রাস্তার ছেলে | |||
| কাজের মানুষ | মনতাজুর রহমান আকবর | |||
| তুমি কি সেই | ||||
| ২০১০ | জমিদার | |||
| এভাবেই ভালোবাসা হয় | মনতাজুর রহমান আকবর | |||
| মায়ের চোখ | মনতাজুর রহমান আকবর | |||
| ভালোবেসে মরতে পারি | ||||
| ২০১১ | মাটির ঠিকানা | শাহ আলম কিরণ | ||
| জান কোরবান | এম বি মানিক | |||
| ২০১২ | মানিক রতন দুই ভাই | |||
| ভালোবাসার রঙ | মমতা, বাপ্পীর মা | শাহীন-সুমন | ||
| ২০১৩ | পোড়ামন | জাকির হোসেন রাজু | ||
| ভালোবাসা আজকাল | পি এ কাজল | |||
| এক পায়ে নূপুর | ||||
| মন তোর জন্য পাগল | ||||
| তবুও ভালোবাসি | ইশানার মা | মনতাজুর রহমান আকবর | ||
| ইভটিজিং | কাজী হায়াৎ | |||
| ২০১৪ | কি দারুন দেখতে | ওয়াজেদ আলী সুমন | ||
| সর্বনাশা ইয়াবা | কাজী হায়াৎ | |||
| ৭১ এর মা জননী | শাহ আলম কিরণ | |||
| কাছের শত্রু | ||||
| ২০১৫ | গ্যাংস্টার রিটার্নস | মা | আশিকুর রহমান | |
| ভালোবাসতে মন লাগে | ||||
| ২০১৬ | পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ | মিতুর মা | সাফি উদ্দিন সাফি | |
| ২০১৯ | অন্ধকার জগত্ | বদিউল আলম খোকন | ||
| আই এ্যাম রাজ | হাসির মামী | এম আজাদ | ||
| ডনগিরি | শাহ আলম মন্ডল | |||
| ২০২১ | রংবাজি - দ্য লাফাঙ্গা | |||
| ২০২৩ | ভাগ্য | |||
| ২০২৪ | চরিত্র | দ্বীন ইসলাম | ||
| ২০২৫ | জংলি | তিথির মা | এম রহিম |
মৃত্যু
[সম্পাদনা]১৫ এপ্রিল ২০২৫ তারিখে হৃদরোগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ব্যাচেলদের নিয়ে 'ব্যাচেলর পয়েন্ট'"। banglanews24.com। ২৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
- ↑ "অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১৫ এপ্রিল ২০২৫)। "মারা গেছেন 'ব্যাচেলর পয়েন্ট' অভিনেত্রী গুলশান আরা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
- ↑ "অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
- ↑ Pratidin, Bangladesh (১৫ এপ্রিল ২০২৫)। "মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ | | বাংলাদেশ প্রতিদিন"। bd-pratidin.com। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে গুলশান আরা আহমেদ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গুলশান আরা আহমেদ (ইংরেজি)