বিষয়বস্তুতে চলুন

গুলশান আরা আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুলশান আরা আহমেদ
জন্ম
গুলশান আরা
মৃত্যু১৫ এপ্রিল ২০২৫
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী

গুলশান আরা আহমেদ বা গুলশান আরা (মৃত্যু : ১৫ এপ্রিল ২০২৫) বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী।[] ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক হয়। তিনি প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’– জিয়াউল হক পলাশ-এ মায়ের চরিত্র ‘পলি চেয়ারম্যান’ পরিচয়ে অভিনয় করে পরিচিতি পান। তিনি মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ একাধিক নাটক ও ধারাবাহিকেও অভিনয় করেছেন। বাংলাদেশি চলচ্চিত্র ও ছোট পর্দায় তিনি গুলশান আরা নামে পরিচিত ছিলেন।[][]

ব্যক্তিগত ও কর্মজীবন

[সম্পাদনা]

গুলশান আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন। তার স্বামী জালাল উদ্দিন আহমেদ। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের মা ছিলেন। তার ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।[]

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
১৯৯৯কদম আলী মাস্তানএনায়েত করিম
২০০৪আজকের সমাজ
জীবনের গ্যারান্টি নাইমনতাজুর রহমান আকবর
২০০৫দুর্ধর্ষ
এ্যাকশন লেডিমনতাজুর রহমান আকবর
হাঙ্গামা
২০০৬হৃদয়ের কথাঅনিকের মাএস এ হক অলিক
বকুল ফুলের মালাদেলোয়ার জাহান ঝন্টু
২০০৭স্বপ্নডানায়গোলাম রাব্বানী বিপ্লব
আমি বাঁচতে চাই
নিষিদ্ধ প্রেমজিল্লুর রহমান
মাস্তান সম্রাট
ডাক্তার বাড়ীআজিজুর রহমান
জমেলা সুন্দরী
জিদ্দি পুলিশ
২০০৮বাবা আমার বাবা
মায়ের স্বপ্ন
অবাধ্য সন্তান
২০০৯রাস্তার ছেলে
কাজের মানুষমনতাজুর রহমান আকবর
তুমি কি সেই
২০১০জমিদার
এভাবেই ভালোবাসা হয়মনতাজুর রহমান আকবর
মায়ের চোখমনতাজুর রহমান আকবর
ভালোবেসে মরতে পারি
২০১১মাটির ঠিকানাশাহ আলম কিরণ
জান কোরবানএম বি মানিক
২০১২মানিক রতন দুই ভাই
ভালোবাসার রঙমমতা, বাপ্পীর মাশাহীন-সুমন
২০১৩পোড়ামনজাকির হোসেন রাজু
ভালোবাসা আজকালপি এ কাজল
এক পায়ে নূপুর
মন তোর জন্য পাগল
তবুও ভালোবাসিইশানার মামনতাজুর রহমান আকবর
ইভটিজিংকাজী হায়াৎ
২০১৪কি দারুন দেখতেওয়াজেদ আলী সুমন
সর্বনাশা ইয়াবাকাজী হায়াৎ
৭১ এর মা জননীশাহ আলম কিরণ
কাছের শত্রু
২০১৫গ্যাংস্টার রিটার্নসমাআশিকুর রহমান
ভালোবাসতে মন লাগে
২০১৬পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২মিতুর মাসাফি উদ্দিন সাফি
২০১৯অন্ধকার জগত্‍বদিউল আলম খোকন
আই এ্যাম রাজহাসির মামীএম আজাদ
ডনগিরিশাহ আলম মন্ডল
২০২১রংবাজি - দ্য লাফাঙ্গা
২০২৩ভাগ্য
২০২৪চরিত্রদ্বীন ইসলাম
২০২৫ জংলি তিথির মা এম রহিম

মৃত্যু

[সম্পাদনা]

১৫ এপ্রিল ২০২৫ তারিখে হৃদরোগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ব্যাচেলদের নিয়ে 'ব্যাচেলর পয়েন্ট'"banglanews24.com। ২৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫
  2. "অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই"মানবজমিন। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫
  3. প্রতিবেদক, বিনোদন (১৫ এপ্রিল ২০২৫)। "মারা গেছেন 'ব্যাচেলর পয়েন্ট' অভিনেত্রী গুলশান আরা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫
  4. জনকণ্ঠ, দৈনিক। "মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫
  5. "অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই"The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫
  6. Pratidin, Bangladesh (১৫ এপ্রিল ২০২৫)। "মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ | | বাংলাদেশ প্রতিদিন"bd-pratidin.com। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]