গুয়াতেমালা ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুয়াতেমালা ব্যাংক
Banco de Guatemala
প্রধান কার্যালয়গুয়াতেমালা নগরী, গুয়াতেমালা
প্রতিষ্ঠিত১৯৪৫
মালিকানা১০০% রাষ্ট্রীয় মালিকানাধীন[১]
ব্যাংক অব গুয়াতেমালার সভাপতিসার্হিও ফ্রান্সিস্কো রেসিনস রিভেরা
এর কেন্দ্রীয় ব্যাংকগুয়াতেমালা
মুদ্রাগুয়াতেমালীয় কুয়েতজাল
GTQ (আইএসও ৪২১৭)
সঞ্চয়৭ ২৭০ মিলিয়ন মার্কিন ডলার[১]
ঋণের হার৩.৫০%
ওয়েবসাইটwww.banguat.gob.gt

গুয়াতেমালা ব্যাংক (স্পেনীয়: Banco de Guatemala গুয়াতেমালার ব্যাংক) হল গুয়াতেমালার কেন্দ্রীয় ব্যাংক। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রশাসন[সম্পাদনা]

২০১৮ সালের অক্টোবর থেকে সার্হিও ফ্রান্সিস্কো রেসিনস রিভেরা ব্যাংকের সভাপতি হিসেবে আছেন।[২]

গুয়াতেমালা ব্যাংকের প্রাক্তন সভাপতি[সম্পাদনা]

  1. ম্যানুয়েল নরিগা মোরায়েস (১৯৪৬–১৯৫৪)
  2. ম্যানুয়েল বান্ডফেল্ড জুরেগুই (১৯৫৪)
  3. গ্যাব্রিয়েল ওরেয়ানা এস্ত্রাদা (১৯৫৪–১৯৫৮)
  4. গুস্তাভো মিরান পোরাস (১৯৫৮–১৯৬০)
  5. আর্তুরো পেরেজ গ্যালিয়ানো (১৯৬০–১৯৬৬)
  6. ফ্রান্সিসকো ফার্নান্দেজ রিভাস (১৯৬৬–১৯৭০)
  7. অগস্টো কনট্রেস গডয় (১৯৭০–১৯৭৪)
  8. ম্যানুয়েল ময়ান্ডেজ এসকোবার (১৯৭৪–১৯৭৮)
  9. প্লিনিও আলফ্রেডো গ্রাজিও ব্যারিয়াস (১৯৭৮–১৯৮২)
  10. হোর্হে গঞ্জালেজ ডেল ভ্যালি (১৯৮২)
  11. আরমান্ডো গঞ্জালেজ ক্যাম্পো (১৯৮৩)
  12. কার্লোস হামবার্তো আল্পেরে পেরেজ (১৯৮৩–১৯৮৪)
  13. অস্কার আলভারেজ মেরোকোয়েন (১৯৮৪–১৯৮৫)
  14. হোর্হে লুইস মনজান জুরেজ (১৯৮৫–১৯৮৬)
  15. হোসে ফেদারিকো লিনিয়ার্স মার্টিনিজ (১৯৮৬–১৯৮৭)
  16. হোসে মিগুয়েল গাইতান রামরেজ (১৯৮৭–১৯৮৯)
  17. লিজার্ডো আর্তুরো সোসা ল্যাপেজ (১৯৮৯–১৯৯০)
  18. অস্কার হাম্বার্তো পিনেদা রোবেলস (১৯৯০-১৯৯১)
  19. হোসে ফেদারিকো লিনিয়ার্স মার্টিনিজ (১৯৯১–১৯৯৩)
  20. লিজার্ডো আর্তুরো সোসা ল্যাপেজ (১৯৯৩)
  21. উইলি ওয়াল্ডেমার জাপাটা সাগাস্তুম (১৯৯৩–১৯৯৭)
  22. এডিন হোমরো ভেলাজকুয়েজ এসকোবেদো (১৯৯৭-২০০০)
  23. লিজার্ডো আর্তুরো সোসা রামিরেজ (২০০০-২০০৬)
  24. মারিয়া আন্তোনিটা দেল সিড নাভাস দে বোনিলা (২০০৬–২০১০)
  25. এডগার বালতাজার বারকুন দুরান (২০১০-২০১৪)
  26. হুলিও রবার্তো সুয়ারেজ গুয়েরা (২০১৪–১০১৮)
  27. সার্হিও ফ্রান্সিসকো রিকিনোস রিভেরা (২০১৮-)

উৎস: গুয়াতেমালা ব্যাংক।[২][৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://d-nb.info/1138787981/34
  2. "Cronología de Autoridades del Banco de Guatemala: Presidentes, Vicepresidentes y Gerentes - Presidentes"banguat.gob.gt। ১১ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:গুয়াতেমালা প্রসঙ্গ টেমপ্লেট:কেন্দ্রীয় ব্যাংক