গুনের ঊড়েয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুনের ঊড়েয়া [a] (জন্ম ৬ই জানুয়ারি ১৯৭৩ সালে প্রিযেন,, SFR যুগোস্লাভিয়া, বর্তমান কসোভো [b]) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিয়োজিত একজন কসোভান রাষ্ট্রদূত। তিনি কসোভো প্রজাতন্ত্রের প্রথম কসোভান তুর্কিশ কূটনীতিক [১] এবং একই সাথে তিনি বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রদূত। [২]

জীবনী[সম্পাদনা]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

নিজ দেশ কসোভোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করার পর, গুনের ঊড়েয়া মহোদয় আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম (সাংবাদিকতা) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তুরস্কে গাজী বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশা[সম্পাদনা]

গুনের ঊড়েয়া তুরস্ক কসোভো এবং তুরস্কে বিভিন্ন মিডিয়া এবং সরকারী প্রতিষ্ঠানে সাংবাদিক, উপদেষ্টা হিসাবে পরিচালনার কাজ করেছেন। তার কর্মজীবন অত্যন্ত বিচিত্র এবং তার কর্মজীবনে তিনি দেশ বিদেশের নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক, সাংগঠনিক ও আইন সংক্রান্ত ইস্যুতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। [৩]

২০০৮ সালের সেপ্টেম্বরে তাকে তুরস্কের কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসে ডেপুটি হেড অব মিশন নিযুক্ত করা হয়। আগস্ট ২৮, ২০১৯ সনে রাষ্ট্রদূত গুনের ঊড়েয়া তাঁর স্বীকৃতি পত্র উপস্থাপন করেছেন যার মাধ্যমে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে কসোভো প্রজাতন্ত্রের বহির্মুখী এবং পূর্ণক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে তাঁর কার্যকাল শুরু করেছিলেন। [৪]

নোট[সম্পাদনা]

a.   ^ Turkish spelling: Güner Ureya, Serbo-Croat spelling: Đuner Ureja, Ђунер Уреја.
b.   ^ Kosovo is the subject of a territorial dispute between the Republic of Serbia and the Republic of Kosovo. The latter declared independence on 17 February 2008, but Serbia continues to claim it as part of its own sovereign territory. Kosovo's independence has been recognized by 111 out of ১৯৩ United Nations member states.

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kosava'nın ilk Türk diplomatı"Milliyet (Turkish ভাষায়)। ২০০৮-০৯-২৬। 
  2. http://www.http ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে://en.banglatribune.com/national/news/69449/President-seeks-China ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ আগস্ট ২০১৯ তারিখে
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  4. http://www.rtklive.com/sq/news-single.php?ID=372974