গুজরাতি ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ
অবয়ব
গুজরাতি ভাষা হল ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত ইন্দো-আর্য ভাষা। এটি ভারতের গুজরাত রাজ্যের স্থানীয় এবং সরকারি ভাষা। এছাড়াও ভারতের দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারি ভাষা। ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ৬ষ্ঠ সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ৪ কোটি ৯ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ৪.৫৮%।[১] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ২৬তম সর্বাধিক প্রচলিত ভাষা।[২]
নিচের তালিকাটি গুজরাতি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
ক্রম | রাজ্য | গুজরাতি ভাষাভাষী সংখ্যার শতকরা হার | গুজরাতীভাষীর সংখ্যা | জনসংখ্যা অনুযায়ী ক্রম |
---|---|---|---|---|
১ | গুজরাত | ৮৫.৯৭% | ৫১৯৫৮৭৩০ | ১ম |
২ | দমন ও দিউ | ৫০.৮৩% | ১২৩৬৪৮ | ৫ম |
৩ | দাদরা ও নগর হাভেলি | ২১.৪৮% | ৭৩৮৩১ | ৭ম |
৪ | মহারাষ্ট্র | ২.১১% | ২৩৭১৭৪৩ | ২য় |
৫ | গোয়া | ০.৪৭% | ৬৮৪৬ | ২২তম |
৬ | তামিলনাড়ু | ০.৩৮% | ২৭৫০২৩ | ৩য় |
৭ | মধ্যপ্রদেশ | ০.২৬% | ১৮৭২১১ | ৪র্থ |
৮ | দিল্লি | ০.২৪% | ৪০৬১৩ | ১০ম |
৯ | কর্ণাটক | ০.১৯% | ১১৪৬১৬ | ৬ষ্ঠ |
১০ | জম্মু ও কাশ্মীর | ০.১৫% | ১৯২৬১ | ১৪তম |
১১ | ছত্তিশগড় | ০.১৫% | ৩৯১১৬ | ১১তম |
১২ | চণ্ডীগড় | ০.১৫% | ১৫৭৩ | ২৫তম |
১৩ | হিমাচল প্রদেশ | ০.১৫% | ১০০১২ | ১৮তম |
১৪ | পুদুচেরি | ০.১১% | ১৪২৮ | ২৬তম |
১৫ | রাজস্থান | ০.১০% | ৬৭৪৯০ | ৮ম |
১৬ | অন্ধ্রপ্রদেশ | ০.০৭% | ৫৮৯৪৬ | ৯ম |
১৭ | ঝাড়খণ্ড | ০.০৭% | ২২১০৯ | ১৩তম |
১৮ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ০.০৬% | ২৪১ | ৩১তম |
১৯ | পশ্চিমবঙ্গ | ০.০৫% | ৪১৩৭১ | ১২তম |
২০ | পাঞ্জাব, ভারত | ০.০৫% | ১৩৫৩১ | ১৭তম |
২১ | উত্তরাখণ্ড | ০.০৪% | ৩৯২১ | ২৪তম |
২২ | ত্রিপুরা | ০.০৪% | ১৩৮৪ | ২৭তম |
২৩ | লাক্ষাদ্বীপ | ০.০৪% | ২৪ | ৩৫তম |
২৪ | ওড়িশা | ০.০৪% | ১৪৮৫৬ | ১৬তম |
২৫ | সিকিম | ০.০৩% | ১৯৭ | ৩২তম |
২৬ | হরিয়ানা | ০.০৩% | ৭৫১৯ | ২১তম |
২৭ | অরুণাচল প্রদেশ | ০.০৩% | ৩৬২ | ২৮তম |
২৮ | আসাম | ০.০২% | ৭৬৬০ | ২০তম |
২৯ | কেরল | ০.০১% | ৪৭১০ | ২৩তম |
৩০ | নাগাল্যান্ড | ০.০১% | ২৭৭ | ৩০তম |
৩১ | মেঘালয় | ০.০১% | ৩৪৩ | ২৯তম |
৩২ | বিহার | ০.০১% | ৮২৯৭ | ১৯তম |
৩৩ | উত্তরপ্রদেশ | - | ১৫৪৪২ | ১৫তম |
৩৪ | মণিপুর | - | ১৬৪ | ৩৩তম |
৩৫ | মিজোরাম | - | ৫৯ | ৩৪তম |
ভারত | ৪.৫৮% | ৫,৫৪,৯২,৫৫৪, (সৌরাষ্ট্র-২,৪৭,৭০২) | ষষ্ঠ প্রচলিত ভাষা |
- গুজরাত
- আমরেলী জেলা - ১৪৯৯১৩৯ (৯৯.০১%)
- সুরেন্দ্রনগর জেলা - ১৭৫৬২৬৮ (৯৮.৮৪%)
- পাটন জেলা - ১৩২১৬৬৮ (৯৮.৩৬%)
- ভাবনগর জেলা - ২৮১৯১৫০ (৯৭.৮৭%)
- সবরকাণ্ঠা জেলা - ২৩৭৬৬৪৫ (৯৭.৮৬%)
- মেহসানা জেলা - ১৯৮৫৭৬৬ (৯৭.৫৬%)
- খেড়া জেলা - ২২৩৮৯২৮ (৯৭.৩৫%)
- জুনাগড় জেলা - ২৬৫৬৪৬০ (৯৬.৮৪%)
- পোরবন্দর জেলা - ৫৬৬৫০২ (৯৬.৭৬%)
- আনন্দ জেলা - ২০২৩১৩৫ (৯৬.৬৭%)
- পাঁচমহল জেলা - ২৩০৭৬৭৯ (৯৬.৫২%)
- রাজকোট জেলা - ৩৬৬৭৯১৬ (৯৬.৪১%)
- বনাসকাণ্ঠা জেলা - ৩০০৬৫২৪ (৯৬.৩৫%)
- দাহোদ জেলা - ২০৪৮১৩৪ (৯৬.২৯%)
- গান্ধীনগর জেলা - ১৩০৭৪৭৮ (৯৩.৯৫%)
- ভারুচ জেলা - ১৩৯৬২৯৪ (৯০.০২%)
- জামনগর জেলা - ১৯৩৯৩৬৯ (৮৯.৭৮%)
- নওসারি জেলা - ১১৮৯৪৬৮ (৮৯.৪৬%)
- বড়োদরা জেলা - ৩৫৯১২২৩ (৮৬.২১%)
- আমেদাবাদ জেলা - ৫৩৯৬৯৮৭ (৭৪.৮১%)
- বলসাড় জেলা - ১২০৮১৮৪ (৭০.৮৩%)
- নর্মদা জেলা - ৪০৪৩৩০ (৬৮.৫০%)
- সুরাট জেলা - ৩৬৫২২৯৫ (৬০.০৬%)
- কচ্ছ জেলা - ১১৪৮৯৯২ (৫৪.৯১%)
- তাপি জেলা - ৩৯৬২০০(৪৯.০৯%)
- ডাং জেলা - ৭৪৩০৮ (৩২.৫৫%)
- দমন ও দিউ
- দাদরা ও নগর হাভেলি
- দাদরা ও নগর হাভেলি জেলা - ৭৩৮৩১ (২১.৪৮%)
- মহারাষ্ট্র
- মুম্বই উপনগরী জেলা - ১০৭৮১৮৯ (১১.৫২%)
- মুম্বই শহর জেলা - ৩৪৯৯০২ (১১.৩৪%)
- থানে জেলা - ৫১৪০৫৯ (৪.৬৫%)
- নন্দুরবার জেলা- ৩৮২৩৪ (২.৩২%)
- পুণে জেলা - ১০৮৭৭৮ (১.১৫%)
- রায়গড় জেলা - ২৩৬৯৮ (০.৯০%)
- নাশিক জেলা - ৪৭৬৮৬ (০.৭৮%)
- ধুলে জেলা - ১৫০১১ (০.৭৩%)
- নাগপুর জেলা - ৩২১০৩ (০.৬৯%)
- আকোলা জেলা - ১১১৮০ (০.৬২%)
- জলগাঁও জেলা - ২২৫৯৬ (০.৫৩%)
- তামিলনাড়ু - (সৌরাষ্ট্র ভাষা)
- মাদুরাই জেলা - ৯৮০৯৩ (৩.২৩%)
- রামনাথপুরম জেলা - ২০৬৪৯ (১.৫৪%)
- তাঞ্জাবুর জেলা - ২৫৭০৩ (১.০৭%)
- দিন্দিগুল জেলা - ১৬২১০ (০.৭৫%)
- চেন্নাই জেলা - ৩১৯৮৪ (০.৬৯%)
- সালেম জেলা - ২১৪৯২ (০.৬২%)
- মধ্যপ্রদেশ
- বুরহানপুর জেলা - ১৯২৩০ (২.৫৪%)
- আলিরাজপুর জেলা - ১৩৬১৩ (১.৮৭%)
- বড়ওয়ানি জেলা - ১৮২১৯ (১.৩১%)
- ইন্দোর জেলা - ৩২২২৫ (০.৯৮%)
- নীমাচ জেলা - ৫৫২৬ (০.৬৭%)
- দেওয়াস জেলা - ১০৩৩৫ (০.৬৬%)
- খরগাঁও জেলা - ১১৪৭৪ (০.৬১%)
- উজ্জয়িনী জেলা - ১১৫৫৯ (০.৫৮%)
- রৎলাম জেলা - ৭৫১৭ (০.৫২%)
- দিল্লি
- পশ্চিম দিল্লি জেলা - ২১৮০৪ (০.৮৬%)
- কর্ণাটক
- ধারওয়াড় জেলা - ২৬৮৮৭ (১.৪৬%)
- গদাগ জেলা- ৬৩২৯ (০.৫৯%)
- জম্মু-কাশ্মীর
- জম্মু জেলা - ১২৩৯৪ (০.৮১%)
- হিমাচল প্রদেশ - (পত্তনী ভাষা)
- লাহুল এবং স্পিতি জেলা - ৮৩৭৪ (২৬.৫৩%)
- রাজস্থান
- সিরোহি জেলা - ৮৭০৭ (০.৮৪%)
- অন্ধ্রপ্রদেশ
- হায়দ্রাবাদ জেলা - ২৪৩১১ (০.৬২%)
- পশ্চিমবঙ্গ
- কলকাতা জেলা - ২৫৬৬৭ (০.৫৭%)
২০০১
[সম্পাদনা]২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী গুজরাতিভাষীর তালিকা নিম্নরূপ:[৫][৬]
রাজ্য ক্রম | রাজ্য | গুজরাতিভাষী সংখ্যা |
---|---|---|
— | ভারত | ৪,৬০,৯১,৬১৭ ৪.৪৮% |
১ | জম্মু ও কাশ্মীর | ৩৯৩৬ |
২ | হিমাচল প্রদেশ | ২৭৭৯ |
৩ | পাঞ্জার | ৭০৪০ |
৪ | চণ্ডীগড় | ৩৪৬১ |
৫ | উত্তরাখণ্ড | ২৭৭৩ |
৬ | হরিয়ানা | ৫৭৩৪ |
৭ | দিল্লি | ৪৫১৪৫ |
৮ | রাজস্থান | ৫৭০৪৮ |
৯ | উত্তর প্রদেশ | ৮১৬৯ |
১০ | বিহার | ৩৪২৯ |
১১ | সিকিম | ১৩২ |
১২ | অরুণাচল প্রদেশ | ৪৩২ |
১৩ | নাগাল্যান্ড | ৫৫৮ |
১৪ | মণিপুর | ৩০১ |
১৫ | মিজোরাম | ৪৫ |
১৬ | ত্রিপুরা | ১১৬৮ |
১৭ | মেঘালয় | ৩১০ |
১৮ | আসাম | ৬৯১১ |
১৯ | পশ্চিমবঙ্গ | ৪৬৯২৬ |
২০ | ঝাড়খণ্ড | ১৭৯২৬ |
২১ | ওড়িশা | ১৫৮২০ |
২২ | ছত্তিশগড় | ৩৮৯১৬ |
২৩ | মধ্যপ্রদেশ | ১৯৮১৪০ |
২৪ | গুজরাত | ৪২৭৬৮৩৮৬ |
২৫ | দমন ও দিউ | ১০৭০৯০ |
২৬ | দাদরা ও নগর হাভেলি | ৫২০৭৪ |
২৭ | মহারাষ্ট্র | ২৩১৫৪০৯ |
২৮ | অন্ধ্রপ্রদেশ | ৪৮০৫৬ |
২৯ | কর্ণাটক | ১০২১৯৫ |
৩০ | গোয়া | ৯২৭৩ |
৩১ | লাক্ষাদ্বীপ | ১০৬ |
৩২ | কেরল | ১৭৭৪১ |
৩৩ | তামিলনাড়ু | ২০২৬২১ |
৩৪ | পুদুচেরি | ১১৮০ |
৩৫ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৮৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"। ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin।
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
- ↑ https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm