গান্ধী বিফোর ইন্ডিয়া
লেখক | রামচন্দ্র গুহা |
---|---|
মূল শিরোনাম | Gandhi Before India |
দেশ | ভারত |
ভাষা | en |
প্রকাশক | পেঙ্গুইন ভারত |
প্রকাশনার তারিখ | ২ অক্টোবর ২০১ |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ৬৮৮ |
আইএসবিএন | ৯৭৮০১৪৩৪২৩৪১৬ |
ওসিএলসি | ৮৮৫৪৪৩৮৪৪ |
গান্ধী বিফোর ইন্ডিয়া ২০১৩ সালের ভারতীয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহা কর্তৃক লিখিত একটি বই, পরিকল্পিত দুই-অংশের মহাত্মা গান্ধীর জীবনীর প্রথম অংশ। বইটিতে গান্ধী দক্ষিণ আফ্রিকায় একজন উকিল এবং সিভিল-অধিকার কর্মী হিসেবে ২১ বছরের সময়কালের কর্মজীবন থেকে ভারতে ফিরে আসার জীবনের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। তিনি ভারতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন তাই দক্ষিণ আফ্রিকায় এই সময়ের মধ্যে, গান্ধী বর্ণবাদী বৈষম্যের শিকার। সরকারের বর্ণবাদী নীতির প্রতিক্রিয়ায় 'সত্যগ্রাহ' আন্দলোন বিকশিত করেন।[১]
পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনী গান্ধী বিফোর ইন্ডিয়া বইটি ২ অক্টোবর ২০১৩ সালে, গান্ধীর জন্মবার্ষিকীতে প্রথম প্রকাশ করে। বইটির শিরোনাম 'গান্ধী আফটার ইন্ডিয়া' (২০০৭) বইয়ে থেকে সংযোজন করা হয়েছে। গান্ধী বিফোর ইন্ডিয়া বইটি সমালোচকদের দ্বারা অত্যন্ত ভালভাবেই সাড়া ফেলেছিল।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Guha, Ramchandra (৫ এপ্রিল ২০১৪)। Gandhi before India। Knopf; F। আইএসবিএন 9780385532297।
- ↑ "About the author - books written"। www.ramachandraguha.in। Ramchandra Guha (official website)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- পেঙ্গুইন ইন্ডিয়ায় গান্ধী বিফোর ইন্ডিয়া (ইংরেজি)
- র্যান্ডম হাউজে গান্ধী বিফোর ইন্ডিয়া (ইংরেজি)