বিষয়বস্তুতে চলুন

গান্ধী আশ্রম, আত্রাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গান্ধী আশ্রম, আত্রাই
ধরনস্মৃতিস্তম্ভ ও সাংস্কৃতিক কেন্দ্র
অবস্থানআত্রাই উপজেলা, নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, বাংলাদেশ
প্রতিষ্ঠাতামহাত্মা গান্ধী
পরিচালকবর্গগান্ধী আশ্রম ট্রাস্ট

গান্ধী আশ্রম বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি ঐতিহাসিক স্থান। মহাত্মা গান্ধীজির স্মৃতিধন্য এই আশ্রমটি বর্তমানে একটি সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯২৫ সালে গান্ধীজি এখানকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আত্রাইয়ে আসেন এবং স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে তাঁতশিল্প ও ঘানি কল স্থাপন করেন।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯২৫ সালে ভারতবর্ষে ইংরেজবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় মহাত্মা গান্ধী আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান নেন। তিনি দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য আশ্রমে খদ্দর কাপড় তৈরির জন্য তাঁত ও সরিষার তেলের জন্য ঘানি স্থাপন করেন।[]

উন্নয়ন

[সম্পাদনা]

দীর্ঘ সময় অবহেলিত থাকার পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার ও ভারতীয় সরকারের আর্থিক সহায়তায় আশ্রমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী ও পিসিরায় মেমোরিয়াল হল নির্মাণ, গান্ধীর ব্যবহৃত গুদামঘর সংস্কার, সীমানাপ্রাচীর ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণ। এছাড়া নওগাঁ জেলা পরিষদের অর্থায়নে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে এবং গান্ধীজির ম্যুরাল স্থাপন করা হয়েছে।[][]

এছাড়া এখানে গান্ধীর জন্মোৎসব পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রমে পর্যটনকেন্দ্রিক অবকাঠামো যেমন ডাক বাংলো, ভাস্কর্য, বসার জায়গা, পানির ফোয়ারা ইত্যাদি গড়ে তোলা হয়েছে।[]

পর্যটন সম্ভাবনা

[সম্পাদনা]

গান্ধী আশ্রমের অবস্থান আত্রাই উপজেলা সদর রেলস্টেশনের সন্নিকটে এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতে, এখানে পূর্ণাঙ্গ দাতব্য চিকিৎসালয়, কৃষি ও মৎস্য খামারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুললে এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

সূত্র

[সম্পাদনা]
  1. "আত্রাইয়ে 'গান্ধি আশ্রম' এখন কালের সাক্ষী"Dhakatimes News। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫
  2. Pratidin, Bangladesh (১৭ অক্টোবর ২০১৮)। "নওগাঁর মহাত্মা গান্ধী আশ্রম |"bd-pratidin.com। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫
  3. জনকণ্ঠ, দৈনিক। "মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫
  4. bdnews24.com। "মহাত্মা গান্ধীর ভাস্কর্য হলো আত্রাইয়ে"মহাত্মা গান্ধীর ভাস্কর্য হলো আত্রাইয়ে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  5. "আত্রাইয়ে মহাত্মা গান্ধীর ভাস্কর্য উদ্বোধন"সমকাল। ২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫
  6. Sangbad, Protidiner। "আত্রাইয়ে গান্ধী আশ্রমে উন্নয়নের ছোঁয়া"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫
  7. "গান্ধী আশ্রম হতে পারে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র"Bhorer Kagoj। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫