গান্ধী আশ্রম, আত্রাই
| গান্ধী আশ্রম, আত্রাই | |
|---|---|
| ধরন | স্মৃতিস্তম্ভ ও সাংস্কৃতিক কেন্দ্র |
| অবস্থান | আত্রাই উপজেলা, নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, বাংলাদেশ |
| প্রতিষ্ঠাতা | মহাত্মা গান্ধী |
| পরিচালকবর্গ | গান্ধী আশ্রম ট্রাস্ট |
গান্ধী আশ্রম বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি ঐতিহাসিক স্থান। মহাত্মা গান্ধীজির স্মৃতিধন্য এই আশ্রমটি বর্তমানে একটি সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯২৫ সালে গান্ধীজি এখানকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আত্রাইয়ে আসেন এবং স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে তাঁতশিল্প ও ঘানি কল স্থাপন করেন।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯২৫ সালে ভারতবর্ষে ইংরেজবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় মহাত্মা গান্ধী আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান নেন। তিনি দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য আশ্রমে খদ্দর কাপড় তৈরির জন্য তাঁত ও সরিষার তেলের জন্য ঘানি স্থাপন করেন।[২]
উন্নয়ন
[সম্পাদনা]দীর্ঘ সময় অবহেলিত থাকার পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার ও ভারতীয় সরকারের আর্থিক সহায়তায় আশ্রমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী ও পিসিরায় মেমোরিয়াল হল নির্মাণ, গান্ধীর ব্যবহৃত গুদামঘর সংস্কার, সীমানাপ্রাচীর ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণ। এছাড়া নওগাঁ জেলা পরিষদের অর্থায়নে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে এবং গান্ধীজির ম্যুরাল স্থাপন করা হয়েছে।[৩][৪]
এছাড়া এখানে গান্ধীর জন্মোৎসব পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রমে পর্যটনকেন্দ্রিক অবকাঠামো যেমন ডাক বাংলো, ভাস্কর্য, বসার জায়গা, পানির ফোয়ারা ইত্যাদি গড়ে তোলা হয়েছে।[৫]
পর্যটন সম্ভাবনা
[সম্পাদনা]গান্ধী আশ্রমের অবস্থান আত্রাই উপজেলা সদর রেলস্টেশনের সন্নিকটে এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতে, এখানে পূর্ণাঙ্গ দাতব্য চিকিৎসালয়, কৃষি ও মৎস্য খামারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুললে এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।[৬][৭]
আরও দেখুন
[সম্পাদনা]সূত্র
[সম্পাদনা]- ↑ "আত্রাইয়ে 'গান্ধি আশ্রম' এখন কালের সাক্ষী"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।
- ↑ Pratidin, Bangladesh (১৭ অক্টোবর ২০১৮)। "নওগাঁর মহাত্মা গান্ধী আশ্রম |"। bd-pratidin.com। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।
- ↑ bdnews24.com। "মহাত্মা গান্ধীর ভাস্কর্য হলো আত্রাইয়ে"। মহাত্মা গান্ধীর ভাস্কর্য হলো আত্রাইয়ে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "আত্রাইয়ে মহাত্মা গান্ধীর ভাস্কর্য উদ্বোধন"। সমকাল। ২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Sangbad, Protidiner। "আত্রাইয়ে গান্ধী আশ্রমে উন্নয়নের ছোঁয়া"। Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।
- ↑ "গান্ধী আশ্রম হতে পারে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র"। Bhorer Kagoj। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।