বিষয়বস্তুতে চলুন

গহনা বশিষ্ঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গহনা বশিষ্ঠ
জন্ম
বন্দনা তিওয়ারী

(1993-06-16) ১৬ জুন ১৯৯৩ (বয়স ৩১)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামবন্দনা বশিষ্ঠ
পেশাঅভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক
কর্মজীবন২০১৩–বর্তমান
উচ্চতা১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
পিতা-মাতারবীন্দ্র তিওয়ারী, সীতা তিওয়ারী

বন্দনা তিওয়ারি (জন্ম: ১৬ই জুন ১৯৯৩; তার মঞ্চ নাম গহনা বশিষ্ঠ নামে সুপরিচিত) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা।[][][] একজন মডেল হিসাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য কাজ করার পরে, একটি অনলাইন প্রতিযোগিতা মিস এশিয়া বিকিনি জয়লাভ করার মাধ্যমে তিনি একজন মডেল হিসেবে অভিষেক করেছিলেন। তিনি এপর্যন্ত ৭০টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন। পরে তিনি ফিল্মি দুনিয়া নামে একটি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি প্রায় সকল চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, তিনি এএলটিবালাজীগান্দি বাতের ৩য় আসরের একটি পর্বে কাজ করেছেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গহনা বশিষ্ঠ ভারতের ছত্তিশগড়ের চিরিমিরির একটি ধর্মীয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার মা সীতা তিওয়ারী একজন গৃহিণী এবং তার বাবা রবীন্দ্র তিওয়ারী একজন শিক্ষা কর্মকর্তা ছিলেন। তার এক ছোট বোন নম্রতা এবং দুই ছোট ভাই বেদন্ত এবং সঙ্কল্প তিওয়ারী রয়েছে। তার ঠাকুমা অরেরা কনভেন্ট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তার আসল নাম বন্দনা তিওয়ারী এবং মডেলিং জগতে প্রবেশের পরে তিনি নিজের নাম পরিবর্তন করে গহনা বশিষ্ঠ রাখেন। তার বন্ধুরা তাকে জিন্দেগী নামে ডেকে থাকে।[]

কর্মজীবন

[সম্পাদনা]

গহনা বশিষ্ঠ ভারতের ছত্তিসগড়ের চিরমিরির এবং মধ্য প্রদেশের ভোপালের স্কুল থেকে তার স্কুল জীবনের পড়াশোনা সম্পন্ন করেছেন। পরে তিনি ভোপালের অল সান্টস কলেজ অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন।

তিনি প্রথম একজন টেলিভিশন ব্যক্তিত্ব শাহরিয়ার খানের মাধ্যমে মডেলিংয়ের সাথে পরিচিত হয়েছিলেন, তার পর তিনি মন্টি কার্লো প্রতিষ্ঠানের জন্য তার প্রথম মডেলিংয়ের বিজ্ঞাপন পেয়েছিলেন, তারপরে তিনি একজন মডেল হিসাবে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। পরে তিনি ফিলিপস এরিনা, শেভ্রোলেট ক্রুজ গাড়ি, ড্রিমস্টোন জহরত, পলকের শাড়ি'এবং আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হিসাবে কাজ করেছিলেন। এ পর্যন্ত তিনি প্রায় ৭০টির অধিক বিজ্ঞাপনে কাজ করেছিলেন।

২০১২ সালে আয়োজিত মিস এশিয়া বিকিনি প্রতিযোগিতা জয়লাভ করার পর গেহনা বসিস্থ সকলের নজরে এসেছিলেন, যেখানে তিনি হাজার হাজার প্রতিযোগীদের হারিয়েছিলেন। তিনি উক্ত অনলাইন প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক ভোট পেয়েছিলেন এবং ভারতের প্রতিনিধিত্ব করে বিকিনি মডেল হিসাবে নির্বাচিত হয়েছিলেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.cinetalkers.com/gehana-vasisth-biography-wiki-age-height-instagram-movies-wallpapers/
  2. "Gehana Vasisth rocks Tollywood"Rediff। ২ ডিসেম্বর ২০১২। ১৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪ 
  3. "Gehana Vasisth"। TOI। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪ 
  4. Flynn Remedios। "Mallika Sherawat plays Dirty Politics with Gehana Vasisth"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪ 
  5. "Lewd promises from Gehana"Deccan Herald। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪ 
  6. "Gehana Vasisth @ Ms Bikini Asia contest"। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪ 
  7. "Gehana Vasisth"। YouTube। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]