গল্প হলেও সত্যি (১৯৬৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গল্প হলেও সত্যি (১৯৬৬ চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
গল্প হলেও সত্যি
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
চিত্রনাট্যকারতপন সিনহা
পরিবেশকছায়াবাণী প্রাইভেট লিমিটেড
মুক্তি১৩ অক্টোবর ১৯৬৬
স্থিতিকাল১০৪ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

গল্প হলেও সত্যি তপন সিনহা পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৬৬ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা রবি ঘোষ মুখ্য-চরিত্রে অভিনয় করেন।[১] চলচ্চিত্রটির কাহিনিকার পরিচালক তপন সিনহা স্বয়ং। তার এই গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মান করা হয়। পরবর্তিতে ১৯৭২ সালে হিন্দি ছবি বাবুর্চি এই ছবির উপর ভিত্তি করে নির্মান করা হয়।[২]

অভিনয়ে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bengali films which have balanced comedy with serious social issues"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৩ 
  2. "Galpa Holeo Satyi"