গভীরতামিতিক মানচিত্র


গভীরতামিতিক মানচিত্র সমগভীরতা রেখা দিয়ে চিহ্নিত এক ধরনের মানচিত্র যেখানে জলে নিমজ্জিত সাগর ও মহাসাগরের তলদেশের বন্ধুরতা (উঁচু-নিচু প্রকৃতি) ও অন্যান্য ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ অধ্যয়ন করা হয়।[১] এই মানচিত্রগুলি তৈরির মূল উদ্দেশ্য হল সাগর-মহাসাগরের তলদেশের ভূ-সংস্থানিক গভীরতার বিস্তারিত বিবরণ দেওয়া এবং একই সাথে অন্তর্জলীয় (জলে নিমজ্জিত) বিভিন্ন ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের আকার, আকৃতি ও এগুলির আঞ্চলিক বণ্টন নিয়ে তথ্য সরবরাহ করা। এই মানচিত্রে সমুদ্রপৃষ্ঠের নির্দিষ্ট একক বিন্দুতে ধ্বনি জরিপকৃত গভীরতার মান প্রদান করা হলেও মূলত সমুদ্রপৃষ্ঠের নিচে একই গভীরতায় অবস্থিত সমস্ত পরিমাপকৃত জ্ঞাত বিন্দু ও পরিমাপ না করে লব্ধ বিন্দুগুলিকে সংযুক্ত করে সমগভীর রেখা অঙ্কন করে অন্তঃসাগরীয় ভূ-সংস্থান প্রকাশ করা হয়।
সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থিত স্থলভাগ বা ভূমির জন্য যে সমতুল্য মানচিত্র অঙ্কন করা হয়, তাকে ভূ-সংস্থানিক মানচিত্র বলে। গভীরতামিতিক জরিপ ও মানচিত্রগুলি জললেখবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক ভূবিজ্ঞান, অন্তর্জলীয় প্রকৌশল ও অন্যান্য বিশেষায়িত ক্ষেত্রের সাথে সম্পর্কিত। গভীরতামিতিক উপাত্ত দিয়ে সাধারণ গভীরতামিতিক মানচিত্র ছাড়াও একটি নির্বাচিত বৈশিষ্ট্যের জন্য উল্লম্বভাবে কর্তিত পার্শ্বচিত্রও সৃষ্টি করা হতে পারে।
জললেখবিজ্ঞান ও জললৈখিক মানচিত্রের সাথে তুলনা
[সম্পাদনা]গভীরতামিতিক জরিপগুলি জললেখবিজ্ঞানের কর্মকাণ্ডের অংশবিশেষ। তবে এগুলি জললৈখিক জরিপের চেয়ে সামান্য আলাদা। জললৈখিক জরিপের ব্যবহার অনেক সীমিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা নিরাপদ নৌচালনার উদ্দেশ্যে এই জললৈখিক জরিপগুলি পরিচালনা করে থাকে এবং জরিপে প্রাপ্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে নৌ-মানচিত্র ও সহায়ক পুস্তক প্রকাশ করে থাকে। গভীতরামিতিক মানচিত্রের লক্ষ্য সমুদ্র তলদেশের গভীরতাসহ অন্যান্য বহু ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সঠিক ও বিশদভাবে উপস্থাপন করা। অন্যদিকে জললৈখিক মানচিত্র তথা নৌ-মানচিত্রের মূল উদ্দেশ্য হল নৌযান চালনার নিরাপত্তার জন্য আবশ্যকীয় তথ্য প্রদান করা। জললৈখিক বা নৌ-মানচিত্র তাই অপেক্ষাকৃত সরল এক ধরনের মানচিত্র যেখানে কেবলমাত্র সেইসব বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়, যেগুলি নাবিকদেরকে জলে নিমজ্জিত বিপদজনক ভূমিরূপ বা বস্তুকে এড়িয়ে নিরাপদে নৌযান চালনায় সহায়তা করে; বাকী বৈশিষ্ট্যগুলি উপস্থাপন করা হয় না।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bathymetric map"। Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- 3-D Bathymetric Chart Activity: An introduction to the Nautical Chart
- "The very earliest rendition of a bathymetric map of an oceanic basin. Matthew Fontaine Maury published this map in 1853 in his book "Explanations and Sailing Directions to Accompany the Wind and Current Charts ...." NOAA Photo Library.
- General Bathymetric Chart of the Oceans (GEBCO)