বিষয়বস্তুতে চলুন

গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক
ধরনপ্রযুক্তি ইনস্টিটিউট
স্থাপিত২০১৩; ১২ বছর আগে (2013)
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিপশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় কারিগরী পরিষদ
মানচিত্র

[গুরুত্বপূর্ণ তথ্য ১]গঙ্গারামপুর সরকারী পলিটেকনিক একটি সরকারি পলিটেকনিক কলেজ [] , যা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কদিঘাট এলাকায় অবস্থিত। কলেজটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই পলিটেকনিক কলেজটি পশ্চিমবঙ্গের টেকনিকাল শিক্ষা কাউন্সিলের সাথে যুক্ত,[] এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য অল ইন্ডিয়া কাউন্সিল কর্তৃক অনুমোদিত। এই পলিটেকনিক কলেজে মেকানিক্যাল এবং সিভিল ও সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করে থাকে ছাত্র ছাত্রী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Know Your College"। Government of India। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭
  2. "Affiliated Polytechnic with the West Bengal State Council of Technical Education"। West Bengal State Council of Technical Education। ২৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭
  1. গঙ্গারামপুর গভারমেন্ট পলিটেকনিক একটি সরকারি পলিটেকনিক এইখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভে ইঞ্জিনিয়ারিং এর ওপর আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা প্রদান করা হয়। এর মধ্যে ছাত্র-ছাত্রীরা নিজেদের কে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এবং এটি পশ্চিমবঙ্গ সরকার এর প্রযুক্তি বিভাগের অন্তর্গত এটি পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পর্ষদের দ্বারা প্রতিষ্ঠিত এবং এই কলেজের বর্তমান প্রিন্সিপাল মিস্টার ভোলা দাস রয়েছেন এছাড় াও এই কলেজটির গঙ্গারামপুর শহরের খুব কাছে অবস্থিত এবং সুন্দর শিক্ষণ পরিকাঠামো সুন্দর ল্যাব সুন্দর শিক্ষা এবং খুব ভালো শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা দান করা হয়। এটিতে এডমিশন নিতে JEXPO EXAMINATION এ উত্তীর্ণ হতে হয়
উদ্ধৃতি ত্রুটি: "গুরুত্বপূর্ণ তথ্য" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="গুরুত্বপূর্ণ তথ্য"/> ট্যাগ পাওয়া যায়নি