গংগাচড়া মহিলা ডিগ্রী কলেজ

স্থানাঙ্ক: ২৫°৫১′০৯″ উত্তর ৮৯°১৩′১২″ পূর্ব / ২৫.৮৫২৩৭৮৩° উত্তর ৮৯.২২০১৩১৬° পূর্ব / 25.8523783; 89.2201316
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গংগাচড়া মহিলা ডিগ্রী কলেজ
অবস্থান
মানচিত্র
স্থানাঙ্ক২৫°৫১′০৯″ উত্তর ৮৯°১৩′১২″ পূর্ব / ২৫.৮৫২৩৭৮৩° উত্তর ৮৯.২২০১৩১৬° পূর্ব / 25.8523783; 89.2201316
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি ডিগ্রী কলেজ
প্রতিষ্ঠাকাল২২ এপ্রিল ১৯৯৭
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
অধ্যক্ষআবুল কাশেম
কর্মকর্তা১৬
শিক্ষকমণ্ডলী৩৩
শ্রেণীএকাদশ থেকে ডিগ্রী
ভাষাবাংলা
ইআইআইএন১২৭২৯৯

গংগাচড়া মহিলা ডিগ্রী কলেজ রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি ডিগ্রী মহাবিদ্যালয়[১] কলেজটি উপজেলার একমাত্র নারী শিক্ষার উচ্চ বিদ্যাপিঠ।[২]

ইতিহাস[সম্পাদনা]

গংগাচড়া উপজেলার নারী শিক্ষার একমাত্র ডিগ্রী কলেজ ‘গংগাচড়া মহিলা ডিগ্রী কলেজ’। এলাকার ২৫ জন ব্যক্তি নারী শিক্ষার উচ্চতর ক্ষেত্রে ঘাটতি কমাতে ১৯৯৭ সালে প্রথমে ইন্টারমেডিয়েট পর্যন্ত চালু করে। বিজ্ঞান ও মানবিক শাখায় ছাত্রী ভর্তি হয়। প্রথম ৮-৯-১৯৯৮ সালে নিবন্ধ পায়। বর্তমানে বিজ্ঞান, মানবিক ও কমার্স বিষয়ে ইন্টার ও ডিগ্রীতে পাঠদান করা হয়। প্রথমে বাঁশ, টিন দিয়ে তৈরী ঘরে কার্যক্রম শুরু হয়। প্রায় ২ একর জমির উপর রয়েছে চারতলা একাডেমিক ভবনসহ চারটি ভবন।[৩] এ মহাবিদ্যালয়টি স্থাপনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে মজিবর রহমান প্রামাণিক , আবুল হসেন ফটিক, হাজী রফিকুল ইসলাম, মোঃ রুহুল আমিন, আব্দুল হাকিম, ক্ষিতিশ চন্দ্র প্রমুখের উদ্যগে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন আনিসুর রহমান। কলেজটি গংগাচড়া উপজেলা বাজারের উত্তর পারশ্বে অবস্থিত।[৪] কলেজটি এমপিও ভুক্ত। এমপিও কোড নং-৯১০২০৩৩১০২। কলেজ কোড-৩২৪০।

প্রশাসনিক ইউনিট[সম্পাদনা]

সুযোগ্য গভর্ণিবডি ও একজন অধ্যক্ষের পরিচালনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।

ফলাফল[সম্পাদনা]

২০১৩ সালের এইচএসসি পাবলিক পরীক্ষায় ৮১% এবং ২০১১ সালে ৫৮% ছাত্রী পাশ করে।[৫]

পোশাক[সম্পাদনা]

সাদা পায়জামা, সাদা কামিজ, সাদা ওড়না ও সাদা জুতা। প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে থাকা আবশ্যক।

অন্যান্য[সম্পাদনা]

এখানে রয়েছে বিজ্ঞান শিক্ষার্থর জন্য ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, বিশাল খেলাধুলার মাঠ। ছাত্রীদের পরিবহনের জন্য রয়েছে একটি বাস।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গংগাচড়া উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৫ 
  2. ২০০৫, সুনিকেত (২০০৫)। সুনিকেত ২০০৫। গংগাচড়া: গংগাচড়া মহিলা ‍ডিগ্রী কলেজ। পৃষ্ঠা ৩৯। 
  3. ২০০৫, সুনিকেত (২০০৫)। সুনিকেত ২০০৫। গংগাচড়া: গংগাচড়া মহিলা ‍ডিগ্রী কলেজ। পৃষ্ঠা ৩৯। 
  4. "গংগাচড়া উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৫ 
  5. "গংগাচড়া উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৫ 
  6. "গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজে রাঙ্গার বাস উপহার"উত্তর বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৫