খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং
খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং | |||||
---|---|---|---|---|---|
তিব্বত সাম্রাজ্ঞী | |||||
পূর্বসূরি | ল্হা-বাল-পো | ||||
উত্তরসূরি | খ্রি-ল্দে-গ্ত্সুগ-ব্ত্সান | ||||
| |||||
ওয়াইলি | Khri-ma-lod-Khrl-steng |
খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং (ওয়াইলি: Khri-ma-lod-Khrl-steng) (রাজত্বকাল ৭০৫-৭১২) তিব্বতের সাম্রাজ্যের ইতিহাসে একমাত্র সাম্রাজ্ঞী যিনি নিজে সিংহাসনে আরোহণ করে তিব্বত শাসন করেন।
পরিচয়
[সম্পাদনা]ব্রো গোষ্ঠীর খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং ছিলেন তিব্বত সম্রাট খ্রি-মাং-স্লোন-র্ত্সানের স্ত্রী ও সম্রাট খ্রি-দুস-স্রোং-ব্ত্সনের মাতা।
সিংহাসনে আরোহণ
[সম্পাদনা]খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেংয়ের পুত্র সম্রাট খ্রি-দুস-স্রোং-ব্ত্সন ম্চিমস গোষ্ঠীর রাজকুমারী ব্ত্সান-মা-থোগ-থোগ-স্তেনকে বিবাহ করে ৭০৪ খ্রিষ্টাব্দে খ্রি-ল্দে-গ্ত্সুগ-ব্ত্সান নামে এক পুত্র সন্তানের জন্ম দেন [১]:২৩৮:২৪২ খ্রি-দুস-স্রোং-ব্ত্সনের অপর এক রাণী গা-তুনের পুত্র ল্হা-বাল-পো ৭০৪ খ্রিষ্টব্দে পিতার মৃত্যুর পর কিছুদিন জন্য তিব্বতের সিংহাসনে বসলেও [২] ল্হা-বাল-পোকে সরিয়ে তাঁর পিতামহী সাম্রাজ্ঞী খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং শিশু খ্রি-ল্দে-গ্ত্সুগ-ব্ত্সানকে সম্রাট ঘোষণা করেন এবং প্রকারান্তরে তিনি নিজেই রাজত্ব করেন। অনেক তিব্বতবিদের মতে ল্হা-বাল-পোর মাতা গো-তুন এবং তাঁর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে ল্হা-বাল-পোকে সিংহাসন ছেড়ে দিতে হয়। খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং এই দ্বন্দ্বে নিজের পক্ষে তিব্বতের বেশিরভাগ গোষ্ঠীর সমর্থন লাভ করেন। খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং ৭১২ খ্রিষ্টাব্দে মারা না যাওয়া পর্যন্ত খ্রি-ল্দে-গ্ত্সুগ-ব্ত্সান সিংহাসন লাভ করতে পারেননি। [৩]:৯২
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ancient Tibet: Research materials from the Yeshe De Project. 1986. Dharma Publishing, California. আইএসবিএন ০-৮৯৮০০-১৪৬-৩
- ↑ Bacot, J., et al. Documents de Touen-houang relatifs à l'Histoire du Tibet. (1940), p. 42. Libraire orientaliste Paul Geunther, Paris. (Translated from the French)
- ↑ Pelliot, Paul. Histoire Ancienne du Tibet, Paris. Libraire d'amérique et d'orient. 1961.
আরো পড়ুন
[সম্পাদনা]- Kapstein, Matthew (2007) The Tibetans, Blackwell Publising, Oxford, আইএসবিএন ০-৬৩১-২২৫৭৪-৯
- Dotson, Brandon (2009) The Old Tibetan Annals, An Annotated Translation of Tibet's First History, Verlag der Österreichischen Akademie der Wissenschaften, আইএসবিএন ৯৭৮-৩-৭০০১-৬১০২-৮
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী ল্হা-বাল-পো |
খ্রি-মা-লোদ-খ্র্ল-স্তেং রাজত্বকাল ৭০৫-৭১২ |
উত্তরসূরী খ্রি-ল্দে-গ্ত্সুগ-ব্ত্সান |