খেলাফতে রব্বানী পার্টি
খেলাফতে রব্বানী পার্টি | |
|---|---|
| চেয়ারম্যান | ফয়জুল হক জালালাবাদী[১] |
| প্রতিষ্ঠাতা | আবুল হাশিম, আবুল কাসেম প্রমুখ |
| প্রতিষ্ঠা | ১৯৫২ |
| সংবাদপত্র | সাপ্তাহিক সৈনিক (কার্যত) |
| ছাত্র শাখা | ইসলামী ছাত্রশক্তি[২] |
| ভাবাদর্শ | |
| রাজনৈতিক অবস্থান | ডানপন্থী |
| ধর্ম | ইসলাম |
| জাতীয় অধিভুক্তি |
|
| বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন পাকিস্তানের রাজনীতি | |
খেলাফতে রব্বানী পার্টি একটি বাংলাদেশী ইসলামপন্থী রাজনৈতিক দল। এটি ১৯৫২ সালে পাকিস্তানে একটি পূর্ব পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
ইতিহাস
[সম্পাদনা]পাকিস্তান আমল
[সম্পাদনা]১৯৫২ সালে[৪] মূলত তমদ্দুন মজলিসের সমর্থক ও শুভানুধ্যায়ীরা সাবেক মুসলিম লীগ নেতা আবুল হাশিমের নেতৃত্বে খেলাফতে রব্বানী পার্টি গঠন করেন।[৫] ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গঠিত সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদে দলটির প্রতিনিধিত্ব ছিল।[৬] ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে দলটি আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম পার্টি ও গণতন্ত্রী দলের সাথে জোটবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। নির্বাচনে খেলাফতে রব্বানীর শাহেদ আলী সুনামগঞ্জ থেকে[৭] এবং আবুল কাসেম চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালি[৮] থেকে নির্বাচিত হন। যুক্তফ্রন্ট জয়লাভ করে সরকার গঠন করে। আবুল হাশিম ১৯৫৬ সাল পর্যন্ত দলটির নেতৃত্ব দেন।[৯]
বাংলাদেশ আমল
[সম্পাদনা]১৯৭৬ সালে যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠিত হয় তার মধ্যে খেলাফতে রব্বানী অন্যতম।[১০] রব্বানী পার্টির এ কে এম রফিক উল্লাহ চৌধুরী ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি নিযুক্ত হন। ১৯৮৪ সালে মুহাম্মদুল্লাহ হাফেজ্জীর নেতৃত্ব গঠিত এরশাদ-বিরোধী সম্মিলিত সংগ্রাম পরিষদেও যুক্ত ছিল দলটি।[১১]
বর্তমানে খেলাফতে রব্বানী ইসলামী ঐক্যজোটভুক্ত একটি দল।[১২] দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। ফয়জুল হক জালালাবাদী দলটির নেতৃত্ব দিচ্ছেন।[১৩]
অঙ্গ ও সহযোগী সংগঠন
[সম্পাদনা]ইসলামী ছাত্র শক্তি
[সম্পাদনা]পাকিস্তান ইসলামী ছাত্র শক্তি ছিল খেলাফতে রব্বানী পার্টির ছাত্র সংগঠন। ১৯৫৪ সালে ফরমান উল্লাহ খানের নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।[১৪][১৫] বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ ছাত্রজীবনে সংগঠনটির সাথে সম্পৃক্ত ছিলেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় শুরু"। মানবজমিন। ২৪ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫।
- 1 2 কাদির কল্লোল (১৬ মার্চ ২০২১)। "মওদুদ আহমদ: মুজিবনগর সরকারের পোস্টমাস্টার জেনারেল, জিয়ার উপ-প্রধানমন্ত্রী, এরশাদের ভাইস প্রেসিডেন্ট, খালেদা জিয়ার মন্ত্রী, দক্ষ পার্লামেন্টেরিয়ান ও সফল আইনজীবী"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ফরমান উল্লাহ খানের প্রতিষ্ঠিত খেলাফত রব্বানীর ছাত্র সংগঠন ছাত্রশক্তির সাথে জড়িত হয়েছিলেন
- ↑ সিরাজুল ইসলাম চৌধুরী (১ জানুয়ারি ২০২২)। "জাতীয়তাবাদের সাম্প্রদায়িকতা-অভিমুখে যাত্রা"। সমকাল। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫।
- ↑ মামুন, মুনতাসীর; রহমান, মো: মাহবুবর (২০১৫) [২০১৩]। "ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা"। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। সুবর্ণা। পৃ. ৯৩। আইএসবিএন ৯৭৮৯৮৪৯০৬৯৪৪৭।
- ↑ তালুকদার মনিরুজ্জামান (ডিসেম্বর ১৯৮০)। The Bangladesh Revolution and its Aftermath (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ বুক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। পৃ. ৬৬।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ "ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় সভা"। খবরের কাগজ। ৫ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫।
- ↑ শাহনূর শহীদ (২৭ সেপ্টেম্বর ২০২৪)। "কথাশিল্পী অধ্যাপক সাহেদ আলী"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫।
- ↑ আবু আজাদ (৭ ফেব্রুয়ারি ২০২২)। "ভাষা আন্দোলনের পথিকৃৎ অধ্যাপক আবুল কাশেম"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫।
- ↑ গোলাম কিবরিয়া ভূইয়া (২০১২)। "হাশিম, আবুল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫।
- ↑ মিশুক নজিব (২৭ ডিসেম্বর ২০২৩)। "উনাশির ভোট: বিএনপির জয়, বিভক্ত আওয়ামী লীগ ও ইসলামী দলের উত্থান"। যমুনা টিভি। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫।
- ↑ মো: এনায়েত উল্যা পাটওয়ারী (২০১৪)। "সম্মিলিত সংগ্রাম পরিষদের ঘোষণাপত্র"। বাংলাদেশে ইসলামী রাজনীতির তিন দশক। ঢাকা: অসডার পাবলিকেশন্স। পৃ. ৪০৬-৪১০। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯০৫৮৩-০-৪।
- ↑ সুমন মাহমুদ (২৮ এপ্রিল ২০১৭)। "ভোট ধরে নতুন ছকে ইসলামী দলগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৫।
- ↑ "খেলাফত রব্বানী ও নেজামে ইসলামী পার্টির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক"। ইনকিলাব। ১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৫।
- ↑ আহমেদ আফগানী (এপ্রিল ২০২৩)। মঞ্জুরুল ইসলাম (সম্পাদক)। "উপমহাদেশে ছাত্ররাজনীতির ইতিহাস"। ছাত্র সংবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|পর্ব=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ মোবায়েদুর রহমান (২২ মার্চ ২০২২)। "গফুর ভাই: তার তুলনা তিনি নিজেই"। ইনকিলাব। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫।