বিষয়বস্তুতে চলুন

খেলাফতে রব্বানী পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খেলাফতে রব্বানী পার্টি
চেয়ারম্যানফয়জুল হক জালালাবাদী[]
প্রতিষ্ঠাতাআবুল হাশিম, আবুল কাসেম প্রমুখ
প্রতিষ্ঠা১৯৫২; ৭৩ বছর আগে (1952)
সংবাদপত্রসাপ্তাহিক সৈনিক (কার্যত)
ছাত্র শাখাইসলামী ছাত্রশক্তি[]
ভাবাদর্শ
রাজনৈতিক অবস্থানডানপন্থী
ধর্মইসলাম
জাতীয় অধিভুক্তি
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন
পাকিস্তানের রাজনীতি

খেলাফতে রব্বানী পার্টি একটি বাংলাদেশী ইসলামপন্থী রাজনৈতিক দল। এটি ১৯৫২ সালে পাকিস্তানে একটি পূর্ব পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

ইতিহাস

[সম্পাদনা]

পাকিস্তান আমল

[সম্পাদনা]

১৯৫২ সালে[] মূলত তমদ্দুন মজলিসের সমর্থক ও শুভানুধ্যায়ীরা সাবেক মুসলিম লীগ নেতা আবুল হাশিমের নেতৃত্বে খেলাফতে রব্বানী পার্টি গঠন করেন।[] ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গঠিত সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদে দলটির প্রতিনিধিত্ব ছিল।[] ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে দলটি আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম পার্টিগণতন্ত্রী দলের সাথে জোটবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। নির্বাচনে খেলাফতে রব্বানীর শাহেদ আলী সুনামগঞ্জ থেকে[] এবং আবুল কাসেম চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালি[] থেকে নির্বাচিত হন। যুক্তফ্রন্ট জয়লাভ করে সরকার গঠন করে। আবুল হাশিম ১৯৫৬ সাল পর্যন্ত দলটির নেতৃত্ব দেন।[]

বাংলাদেশ আমল

[সম্পাদনা]

১৯৭৬ সালে যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠিত হয় তার মধ্যে খেলাফতে রব্বানী অন্যতম।[১০] রব্বানী পার্টির এ কে এম রফিক উল্লাহ চৌধুরী ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি নিযুক্ত হন। ১৯৮৪ সালে মুহাম্মদুল্লাহ হাফেজ্জীর নেতৃত্ব গঠিত এরশাদ-বিরোধী সম্মিলিত সংগ্রাম পরিষদেও যুক্ত ছিল দলটি।[১১]

বর্তমানে খেলাফতে রব্বানী ইসলামী ঐক্যজোটভুক্ত একটি দল।[১২] দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। ফয়জুল হক জালালাবাদী দলটির নেতৃত্ব দিচ্ছেন।[১৩]

অঙ্গ ও সহযোগী সংগঠন

[সম্পাদনা]

ইসলামী ছাত্র শক্তি

[সম্পাদনা]

পাকিস্তান ইসলামী ছাত্র শক্তি ছিল খেলাফতে রব্বানী পার্টির ছাত্র সংগঠন। ১৯৫৪ সালে ফরমান উল্লাহ খানের নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।[১৪][১৫] বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ ছাত্রজীবনে সংগঠনটির সাথে সম্পৃক্ত ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় শুরু"মানবজমিন। ২৪ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫
  2. 1 2 কাদির কল্লোল (১৬ মার্চ ২০২১)। "মওদুদ আহমদ: মুজিবনগর সরকারের পোস্টমাস্টার জেনারেল, জিয়ার উপ-প্রধানমন্ত্রী, এরশাদের ভাইস প্রেসিডেন্ট, খালেদা জিয়ার মন্ত্রী, দক্ষ পার্লামেন্টেরিয়ান ও সফল আইনজীবী"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ফরমান উল্লাহ খানের প্রতিষ্ঠিত খেলাফত রব্বানীর ছাত্র সংগঠন ছাত্রশক্তির সাথে জড়িত হয়েছিলেন
  3. সিরাজুল ইসলাম চৌধুরী (১ জানুয়ারি ২০২২)। "জাতীয়তাবাদের সাম্প্রদায়িকতা-অভিমুখে যাত্রা"সমকাল। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫
  4. মামুন, মুনতাসীর; রহমান, মো: মাহবুবর (২০১৫) [২০১৩]। "ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা"। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। সুবর্ণা। পৃ. ৯৩। আইএসবিএন ৯৭৮৯৮৪৯০৬৯৪৪৭
  5. তালুকদার মনিরুজ্জামান (ডিসেম্বর ১৯৮০)। The Bangladesh Revolution and its Aftermath (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ বুক্‌স ইন্টারন্যাশনাল লিমিটেড। পৃ. ৬৬।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  6. "ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় সভা"খবরের কাগজ। ৫ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫
  7. শাহনূর শহীদ (২৭ সেপ্টেম্বর ২০২৪)। "কথাশিল্পী অধ্যাপক সাহেদ আলী"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫
  8. আবু আজাদ (৭ ফেব্রুয়ারি ২০২২)। "ভাষা আন্দোলনের পথিকৃৎ অধ্যাপক আবুল কাশেম"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫
  9. গোলাম কিবরিয়া ভূইয়া (২০১২)। "হাশিম, আবুল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫
  10. মিশুক নজিব (২৭ ডিসেম্বর ২০২৩)। "উনাশির ভোট: বিএনপির জয়, বিভক্ত আওয়ামী লীগ ও ইসলামী দলের উত্থান"যমুনা টিভি। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫
  11. মো: এনায়েত উল্যা পাটওয়ারী (২০১৪)। "সম্মিলিত সংগ্রাম পরিষদের ঘোষণাপত্র"। বাংলাদেশে ইসলামী রাজনীতির তিন দশক। ঢাকা: অসডার পাবলিকেশন্স। পৃ. ৪০৬-৪১০। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯০৫৮৩-০-৪
  12. সুমন মাহমুদ (২৮ এপ্রিল ২০১৭)। "ভোট ধরে নতুন ছকে ইসলামী দলগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৫
  13. "খেলাফত রব্বানী ও নেজামে ইসলামী পার্টির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক"ইনকিলাব। ১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৫
  14. আহমেদ আফগানী (এপ্রিল ২০২৩)। মঞ্জুরুল ইসলাম (সম্পাদক)। "উপমহাদেশে ছাত্ররাজনীতির ইতিহাস"ছাত্র সংবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |পর্ব= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  15. মোবায়েদুর রহমান (২২ মার্চ ২০২২)। "গফুর ভাই: তার তুলনা তিনি নিজেই"ইনকিলাব। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫