খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা | |
---|---|
![]() | |
অবস্থান | |
স্থানাঙ্ক | 21.983556706421485, 90.23183375352255 |
তথ্য | |
ধরন | এমপিও ভুক্ত মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৩ |
বিদ্যালয় বোর্ড | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা |
বিদ্যালয় জেলা | পটুয়াখালী |
সেশন | জানুয়ারি–ডিসেম্বর |
ইআইআইএন | ১০২৩৭০ |
অধ্যক্ষ | মোঃ নাছির উদ্দিন হাওলাদার |
লিঙ্গ | ছেলে-মেয়ে |
ভাষা | বাংলা |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
ওয়েবসাইট | https://www.knkm.edu.bd/ |
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৯৪৩ সালের ১ জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা থেকে ঢাকা কুয়াকাটা মহাসড়কে কলাপাড়া শহরের প্রান কেন্দ্রে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি ছাত্র ও ছাত্রীর সমন্বয়ে একটি সহ শিক্ষার প্রতিষ্ঠান। ১৯৪৩ সালের ১লা জানুয়ারিতে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি ছারছিনা দরবার শরীফের মরহুম দাদা হুজুর নেছার উদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেন।[১]
লক্ষ্য ও উদ্দেশ্য
[সম্পাদনা]মিশন: জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উতকর্ষ সাধন, মেধা, মনন, ও সৃজনশীলতায় শ্রেষ্ঠত্ব অর্জন, দেশপ্রেম ও জবাবদিহিতায় উদ্দীপ্ত নেতৃত্ব বিনির্মাণ এবং মানবকল্যাণে একক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা।
ভিশন: কল্যাণময় সমাজ বিনির্মাণে সকল মানবিক মূল্যবোধে উজ্জীবিত কাঙ্খিত প্রজম্ম ও নেতৃত্ব তৈরী করা।
ভর্তির নিয়মাবলী
[সম্পাদনা]শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং আলিম ১ম বর্ষ, ফাযিল ১ম বর্ষ ও কামিল ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়। সঙ্গত কারণে বছরের যে কোন সময় ভর্তি হওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল, বয়স, উচ্চতা ও ওজন শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী শিক্ষার্থীর জন্য প্রযোজ্য শ্রেণিতে ভর্তি করা হয়।
তথ্যসুত্র
[সম্পাদনা]- ↑ "খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা"। www.knkm.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২১।