খালেদ মিশাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খালেদ মিশাল
خالد مشعل
Khaled Meshaal 01.jpg
হামাস পলিটিকাল ব্যুরোর চেয়ারম্যান
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-05-28) ২৮ মে ১৯৫৬ (বয়স ৬৬)
সিল্বাদ, পশ্চিম তীর
জাতীয়তাফিলিস্তিনি
রাজনৈতিক দলহামাস
বাসস্থানদোহা এবং কায়রো
প্রাক্তন শিক্ষার্থীকুয়েত বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

খালেদ মিশাল একজন শীর্ষস্তানীয় হামাস নেতা যিনি ১৯৯৬ সাল থেকে হামাসের নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের সময় থেকে তিনি নির্বাসনে রয়েছেন। তিনি আন্দোলনকে শক্তিশালী বাহিনীতে পরিণত করতে সহায়তা করেন। ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে। ১৯৯৭ সালে জর্দানে এক ইসরাইলী হত্যা প্রচেষ্টা থেকে এই হামাস নেতা বেঁচে যান।[১]

কার্যক্রম[সম্পাদনা]

খালেদ মিশাল ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর দেশ ছেড়ে জর্ডানে বসবাস করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ২০০৪ সালে ইসরাইলি হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হওয়ার পর হামাসের দায়িত্ব নেন খালেদ মিশাল।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রথমবারের মতো গাজায় যাচ্ছেন হামাস নেতা খালেদ মিশাল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে,আল জাজিরা, দৈনিক সংগ্রাম।ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-১২-২০১২ খ্রিস্টাব্দ।
  2. গাজায় হামাস নেতা খালেদ মিশাল,ফাস্টনিউজ।ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৭-১২-২০১২ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ[সম্পাদনা]