খান মুহাম্মদ মঈনুদ্দীন
খান মুহাম্মদ মঈনুদ্দীন | |
---|---|
জন্ম | ৩০ অক্টোবর ১৯০১ |
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি ১৯৮১ | (বয়স ৭৯)
পেশা |
|
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
সময়কাল | ১৯২০–১৯৮১ |
উল্লেখযোগ্য রচনাবলি | জীবনী: যুগস্রষ্টা নজরুল শিশু সাহিত্য: বাবা আদম ছড়া: কানা বগির ছা |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, একুশে পদক |
খান মুহাম্মদ মঈনুদ্দীন (৩০ অক্টোবর ১৯০১ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮১) একজন বাংলাদেশী সাহিত্যিক ছিলেন।[১] তিনি ১৯৫০ ও ৬০-এর দশকে শিশুতোষ সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেন। তাঁর লেখা ‘কানা বগির ছা’ ছড়াটি বাংলাদেশের শিশুদের নিকট অত্যন্ত জনপ্রিয় এবং যুগস্রষ্টা নজরুল নামক জীবনীর জন্য তিনি বহুলভাবে সমাদৃত।[১] এছাড়াও তিনি আল-হামরা লাইব্রেরির প্রতিষ্ঠাতা, যা বর্তমানে আল-হামরা প্রকাশনী নামে পরিচিত।
কর্মজীবন
[সম্পাদনা]তিনি কোলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করতেন।
সাহিত্য কর্ম
[সম্পাদনা]শিশু সাহিত্য
[সম্পাদনা]- মুসলিম বীরাঙ্গনা (১৯৩৬, ২০১১)[২]
- আমাদের নবী (১৯৪১)
- ড. শফিকের মোটর বোট (১৯৪৯, ২০২১)[৩]
- খোলাফা-এ-রাশেদীন (১৯৫৭)
- বাবা আদম (১৯৫৮)
- স্বপ্ন দেখি (১৯৫৯)
- লাল মোরগ (১৯৬১, ২০২০)[৩]
- শাপলা ফুল (১৯৬২)
কাব্যগ্রন্থ
[সম্পাদনা]- পালের নাও (১৯৫৬)
- হে মানুষ (১৯৫৮)
- আর্তনাদ (১৯৫৮)
উপন্যাস
[সম্পাদনা]- অনাথিনী (১৯২৬): সহচর পত্রিকায় ধারাবাহিক হিসেবে প্রকাশিত
- নয়া সড়ক (১৯৬৭)
ছোটোগল্প
[সম্পাদনা]- ঝুমকোলতা (১৯৫৬)
জীবনী
[সম্পাদনা]- যুগস্রষ্টা নজরুল (১৯৫৬, ২০১৬)।[৩] এ বই পাঠোত্তর কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ ছেলে কাজী সব্যসাচী ইসলাম মন্তব্য করেন:
আপনার ‘যুগস্রষ্টা নজরুল’ পড়ে যে কি আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করবার নয়। এখানেও দু’একটি বই প্রকাশিত হয়েছে, কিন্তু আপনার মত হৃদয়গ্রাহী ও authentic [বিশ্বাসপ্রদ] লেখা হয় নি।[২]
পুরস্কার ও সম্মননা
[সম্পাদনা]মঈনুদ্দীন ১৯৬০ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। যুগস্রষ্টা নজরুল বইটির জন্য তিনি ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৮ সালে তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ সমবারু চন্দ্র মহন্ত (২০১২)। "মঈনুদ্দীন, খান মুহম্মদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ মঈনুদ্দীন (২০১১)। মুসলিম বীরাঙ্গনা। ঢাকা: খোশরোজ কিতাব মহল। আইএসবিএন 984-438-084-07
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: length (সাহায্য)। - ↑ ক খ গ "Khan Muhammod Moinuddin Books - খান মুহাম্মদ মঈনুদ্দীন এর বই | Rokomari.com"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯০১-এ জন্ম
- ১৯৮১-এ মৃত্যু
- বাংলাদেশী শিশু সাহিত্যিক
- বাংলাদেশী কবি
- বাঙালি কবি
- বাংলাদেশী পুরুষ ঔপন্যাসিক
- বাংলাদেশী সম্পাদক
- ভাষা ও সাহিত্যে একুশে পদক বিজয়ী
- শিশুসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর পুরুষ লেখক
- বাঙালি লেখক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- ১৯৩০-এ জন্ম
- বাংলাদেশী পুরুষ কবি
- একুশে পদক বিজয়ী
- ২০শ শতাব্দীর কবি