খান জাহান আলীর ট্যাঙ্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খান জাহান আলীর ট্যাঙ্কটি বাংলাদেশের বাগেরহাট জেলায় খান জাহান আলীর সমাধি কমপ্লেক্সের সামনে একটি লেকের মতো ট্যাঙ্ক। ট্যাঙ্কটিতে বেশ কয়েকটি কুমির রয়েছে। এদের প্রজাতি স্বাদুপানির কুমির। মানুষ বিশ্বাস করে, মুরগি বা ছাগল দিয়ে কুমিরের ক্ষুধা মেটালে তাদের মনের ইচ্ছা পূরণ হবে। যখনই কেউ এমন নৈবেদ্য (সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বিতরণ) দেয়, তখন সমাধি কমপ্লেক্স বা মাজারের তত্ত্বাবধায়ক কুমিরদের ডাকে, 'কালাপাহাড়, ধলাপাহাড়, এসো!' কিছুক্ষণের মধ্যেই কুমিরগুলো চলে আসে এবং নৈবেদ্য গিলে ফেলে।[১]

খান জাহান আলী মাজারের পুকুর বা ট্যাঙ্কে মাত্র তিনটি কুমির রয়েছে। একটি পুরুষ কুমির ও একটি কুমির আধা-বন্দী অবস্থায় রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Crocodile Specialist Group Newsletter, vol. 22, no. 1, January–March 2003, pp. 12-15.