খসড়া:ফয়সাল আহমেদ শান্ত
Tanbiruzzaman (আলাপ) কর্তৃক ১০ অক্টোবর ২০২৪ তারিখে জমা প্রত্যাখ্যাত হয়েছে।
এই পাতার শীর্ষে থাকা "সম্পাদনা" ট্যাবে ক্লিক করে, এই পাতাটির উন্নতি করতে আপনাকে উৎসাহিত করা হচ্ছে। আপনার যদি সাহায্যের দরকার হয় বা কোন প্রশ্ন থাকে, তবে সাহায্যকেন্দ্রে জিজ্ঞাসা করুন। উৎস খুঁজুন: "ফয়সাল আহমেদ শান্ত" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র।
Tanbiruzzaman কর্তৃক ৫৯ দিন আগে প্রত্যাখ্যাত। সর্বশেষ Tanbiruzzaman কর্তৃক ৫৯ দিন আগে সম্পাদিত। পর্যালোচক: লেখককে জানান।
|
আমার নিবন্ধটির বিষয়বস্তু হচ্ছে...
ফয়সাল আহমেদ শান্ত (২৩ মে ২০০৫-১৬ জুলাই ২০২৪) বাংলাদেশের একজন স্টুডেন্ট এক্টিভিস্ট ছিলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ১৬ জুলাই ২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ডাকে ২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এর কর্মসূচীতে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যোগ দেন। সেখানে পুলিশের গুলিতে শাহাদাত বরন করেন।[১]
ব্যাক্তিগত জীবন
ফয়সাল আহমেদ শান্ত জন্মগ্রহণ করেন ২৩ মে ২০০৫ সালে বরিশাল জেলা এর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মৈষাদী গ্রামে। তার বাবার নাম জাকির হোসেন এবং মাতার নাম মোসাম্মৎ কোহিনুর বেগম। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড় এবং তার ছোট একটি বোন আছেন যার নাম বৃষ্টি।[২] বাবার জাহাজে চাকুরীর সুবাদে পরিবারসহ তারা চট্টগ্রামে স্থানান্তরিত হন। ২০১৯ সালে করনাকালীন সময়ে তার বাবা জাকির হোসেন চাকরি ছেড়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি কাঠের ফার্নিচারের ব্যবসা শুরু করেন। কিন্তু শান্ত ও তার মা মোসাম্মৎ কোহিনুর বেগম এবং তার ছোট বোন বৃষ্টি চট্টগ্রামের একটি ভাড়া বাসায় থেকে বসবাস শুরু করেন। তার মা স্কুলে শিক্ষকতা করেন এবং টিউশনি করে ফয়সাল আহমেদ শান্ত এবং তার ছোট বোনের পড়াশোনার খরচ যোগাতেন।. প্রাইমারি স্কুল শুরু করেন আল আমিন কিন্ডার গার্ডেন নামে একটি স্কুলে এরপর হাইস্কুলে পড়াশোনা করার জন্য ভর্তি হন পতেঙ্গা কর্ণফুলী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এ। এই স্কুল থেকে তিনি কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ এ। এই কলেজ থেকে তিনি কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি অনার্স সম্মান কোর্স হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন চট্টগ্রামের ওমর গনি এম ই এস কলেজ এ ।[৩]
২০২৪-এ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহন
১৬ জুলাই এই আন্দোলনে যুক্ত রংপুর এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র আবু সাঈদ যখন পুলিশের গুলিতে বীরচিত ভাবে নিহত হোন। তখনকার এই ভিডিওটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লে এই আন্দোলন আরো বেগবান হয়। ঠিক সেদিনই ফয়সাল আহমেদ শান্ত এই হত্যার প্রতিবাদ জানাতে জড় হওয়া ছাত্রদের বিক্ষোভে অংশ গ্রহন করেন চট্টগ্রামের মুরাদপুর এলাকায়। আর এই এলাকাতেই বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ ছাত্রলীগের দ্বিমুখী হামলায় নিহত হন তিনি।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The lives lost in quota reform protests"। The Business Standard। ১৭ জুলাই, ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ জুলাই, ২০২৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Bring back my brother': Brishty still faints from grief over her brother Foysal's death"। The Business Standard। ২৮ জুলাই, ২০২৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ চট্টগ্রাম কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন (অক্টোবর ৬, ২০২৪)। "আমাদের শহিদরা"। Youtube।
|url-status=আমাদের শহিদরা
অবৈধ (সাহায্য) - ↑ "Quota reform protest violence: 6 killed across the country"। The Daily Star। জুলাই ১৬, ২০২৪।