বিষয়বস্তুতে চলুন

খসড়া:পানি লাগবে পানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


পানি লাগবে কারো পানি হলো ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান এর শহীদ মীর মুগ্ধের মৃত্যুর পূর্ব মুহূর্তের ভাইরাল হওয়া ভিডিও-এর একটি বাক্য। যা পরবর্তী সময়ে আন্দোলনকর্মীদের মধ্যে ব্যাপক চঞ্চলতা সৃষ্টি করেছিলো। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেে বেশ সাড়া ফেলেছিলো।[]

পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে মুগ্ধ’র গ্রাফিতি

পটভূমি

[সম্পাদনা]

২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় মীর মুগ্ধ পুলিশের গুলিতে মৃত্যুর পরপরই একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ পানির কেস হাতে নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছে আর বলছে ‘পানি লাগবে কারো, পানি, পানি?[] মীর মুগ্ধের গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করতেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি "কারও পানি লাগবে ভাই? পানি লাগলে নেন" এই কথা বলে একাধিকবার শিক্ষার্থীদের কাছে ছুটে যান। একপর্যায়ে তিনি একজন বন্ধুর সঙ্গে বসেছিলেন, এমন সময়ে পুলিশের একটি গুলি করলে তা এসে তার কপালে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়েন।[]

জনপ্রিয় সংস্কৃতি

[সম্পাদনা]

"পানি লাগবে পানি" স্লোগানটি আন্দোলনের পর বিভিন্ন জায়গায় দোয়লে দোয়লে গ্রাফিতে ব্যবহৃত হয়।[] ১৪ নভেম্বর ২০২৫ সালে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ড্রোন শোতে মীর মুগ্ধের পানি লাগবে পানি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।[] ২০২৫ সালে ১৪ এপ্রিল মঙ্গল শোভাযাত্রা জুলাইয়ের শহীদ মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি মোটিফ প্রদর্শিত হয়।[] পানি লাগবে পানি নামে লেখক শাহ্ মোঃ সফিনূর একটি কবিতার বই লেখেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মণ্ডল, তুহিনা (২০২৪-০৮-০৬)। "'পানি লাগবে পানি?' মুগ্ধর ভিডিয়ো সামনে রেখে 'শান্তির বার্তা' নেটিজেনদের"Eisamay Online। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৭ 
  2. মিজান, মাশফিক (২০২৪-০৮-০৩)। "'পানি লাগবে কারো, পানি?'—বুলেটে নিঃশেষ যে জীবন"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৭ 
  3. "'কারও পানি লাগবে ভাই?' এ প্রশ্ন করতে মুগ্ধ আর কোনদিন আসবে না | গণঅভ্যুত্থানের গাথা"BSS। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৭ 
  4. "শাবিপ্রবির প্রতিটি ভবনের দেয়াল গ্রাফিতি দিয়ে সাজাচ্ছেন শিক্ষার্থীরা"The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৭ 
  5. "নববর্ষে সর্ববৃহৎ ড্রোন শোতে ফুটে উঠল জুলাই গণঅভ্যুত্থান"dhakamail.com। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৭ 
  6. "আনন্দ শোভাযাত্রায় শহীদ মুগ্ধের 'পানি লাগবে পানি' মোটিফ"www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৭ 
  7. Safinur, Shah Muhammad। পানি লাগবো পানি? - শাহ্ মোঃ সফিনূর (ইংরেজি ভাষায়)।