খন্দকার মাহবুব হোসেন
খন্দকার মাহবুব হোসেন | |
---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়াপারসন | |
কাজের মেয়াদ ৬ আগস্ট ২০১৬ – ৩১ ডিসেম্বর ২০২২ | |
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ২০০৬ – ২০০৭ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বামনা উপজেলা, বরগুনা | ২০ মার্চ ১৯৩৮
মৃত্যু | ৩১ ডিসেম্বর ২০২২ ঢাকা | (বয়স ৮৪)
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
পেশা | আইনজীবী |
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (২০ মার্চ ১৯৩৮ – ৩১ ডিসেম্বর ২০২২)[১] ছিলেন একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলী ছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[২] তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন।[৩]
প্রাথমিক ও শিক্ষাজীবন
[সম্পাদনা]খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনা জেলার বামনা উপজেলায় জন্মগ্রহণ করেন।[৪] তিনি নারায়ণগঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি ঢাকা নটরডেম কলেজে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেন
কর্মজীবন
[সম্পাদনা]খন্দকার মাহবুব ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ওই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।[৫] আইন পেশায় বাংলাদেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি চারবার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে একবার দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন । ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাা ও ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।[৬] ওই আসন থেকে আগেও অন্য দল থেকে একাধিকবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মামলা ও গ্রেফতার
[সম্পাদনা]মাহবুব হোসেনকে নারায়ণগঞ্জ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগদানের জন্য গ্রেফতার করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানি শাসক আইয়ুব খানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে তাকে আবার গ্রেফতার করা হয়।[৭] এছাড়া পুলিশের কর্তব্যে বাধার অভিযোগে খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারি ঢাকার রমনা থানায় মামলা দায়ের হয়। ৭ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।[৮] একই বছরের ২৩ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। [৯]
মৃত্যু
[সম্পাদনা]খন্দকার মাহবুব হোসেন তিনি করোনা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাত পৌনে ১১টায় এভারকেয়ার হাসপাতাল ঢাকায় মারা যান।[১০][১১] [১২][১৩] তাকে ঢাকার আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। [১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিএনপি নেতা খন্দকার মাহবুব আর নেই | রাজনীতি"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২৩ আগস্ট ২০১৪)। "বিচারকদের ওপর চাপ বাড়বে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৭।
- ↑ "খন্দকার মাহবুব হোসেন আর নেই"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "খন্দকার মাহবুব হোসেন আর নেই"। যমুনা টেলিভিশন। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "বরগুনা-২: ধানের শীষে লড়বেন খালেদা জিয়ার আইনজীবী"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "বিএনপি নেতা খন্দকার মাহবুব আর নেই"। bdnews24.com। ২০২৩-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৫।
- ↑ "খন্দকার মাহবুব হোসেনের স্ত্রীর ক্ষোভ"। banglanews24.com। ২০১৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১।
- ↑ "খন্দকার মাহবুবের জামিন"। risingbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১।
- ↑ ফারাবি, সুফিয়ান (২০২২-১২-৩১)। "প্রবীন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর নেই"। SATV। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১।
- ↑ "অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর নেই"। Barta24। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১।
- ↑ "করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে খন্দকার মাহবুব"। Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১।
- ↑ "লাইফ সাপোর্টে বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১।
- ↑ https://www.facebook.com/rtvonline। "খন্দকার মাহবুবের দাফন আজিমপুরে"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩।