খন্দকার আব্দুল মুত্তালিব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খন্দকার আব্দুল মুত্তালিব
জন্ম
খন্দকার আব্দুল মুত্তালিব

(১৯৫২-১২-০১)১ ডিসেম্বর ১৯৫২
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়[১]
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহফ্লোরিডা বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন [১]
অন্যান্য উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাএ এম হারুন-অর-রশিদ [২]

খন্দকার আব্দুল মুত্তালিব একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

জীবনী[সম্পাদনা]

মুত্তালিব ১৯৫২ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৫ সালে বিএসসি এবং ১৯৭৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয়ের জেমস ফ্রাঙ্ক ইন্সটিটিউটে, ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরীতে এবং ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ইয়েল বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ১৯৮৭ সালে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। [১]

প্রকাশনা[সম্পাদনা]

ড. মুত্তালিবের ৮০টি প্রকাশনা আছে। [২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • S. N. Bose research fellowship, Dhaka University, 1976-77.
  • Joseph Henry Prize fellowship, Princeton University, 1977-78.
  • Outstanding Achievement and Performance Award, Physics Department, University of Florida, 1990.
  • Anderson Scholars Honoree, University of Florida, 1997, 1998, 2001, 2004.
  • Teaching Improvement Program Award, University of Florida, 1998.
  • Physics Teacher of the Year, University of Florida, 2001.
  • College of Liberal Arts and Sciences Teacher of the Year, University of Florida, 2005.
  • ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (নির্বাচিত ২০০৫) [১]

তথ্যসূত্র[সম্পাদনা]