বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি ২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(খতরোঁ কে খিলাড়ী ২ থেকে পুনর্নির্দেশিত)
ফিয়ার ফ্যাক্টর:
খতরোঁ কে খিলাড়ি
মৌসুম ২
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
উপস্থাপকঅক্ষয় কুমার
প্রতিযোগীর সংখ্যা১৪
বিজয়ীঅনুষ্কা মানচন্দা
রানার-আপজেসি রান্ধাওয়া
স্থানদক্ষিণ আফ্রিকা
পর্বের সংখ্যা১৬
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি৭ সেপ্টেম্বর ২০০৯ (2009-09-07) –
১ অক্টোবর ২০০৯ (2009-10-01)
কালানুক্রমিক
← পূর্ববর্তী
১ম মৌসুম
পরবর্তী →
৩য় মৌসুম

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ২ এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান খতরোঁ কে খিলাড়ির দ্বিতীয় মৌসুম ছিল। দক্ষিণ আফ্রিকায় ধারণ করা এই মৌসুমটি ২০০৯ সালের সালের ৭ই সেপ্টেম্বর তারিখে শুরু হয়ে সালের ১লা অক্টোবর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।

১৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় গায়িকা অনুষ্কা মানচন্দা জয়লাভ করেছেন, অন্যদিকে জেসি রান্ধাওয়া এবং ক্যারল গ্রাসিয়াস যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
স্থান প্রতিযোগী পেশা অবস্থা
অনুষ্কা মানচন্দা গায়িকা বিজয়ী
জেসি রান্ধাওয়া মডেল ১ম রানার-আপ
ক্যারল গ্রাসিয়াস মডেল ২য় রানার-আপ
রোসা কাতালানো মডেল অপনীত
নৌহীদ সোরুসি অভিনেত্রী অপনীত
শোনালী নাগরানী অভিনেত্রী অপনীত
ব্রুনা আবদুল্লাহ মডেল অপনীত
পূজা মিশ্র ভিজে অপনীত
সোনিকা কালীরামন কুস্তিগির অপনীত
১০ শ্বেতা সালভে অভিনেত্রী অপনীত
১১ মন্দিরা বেদী অভিনেত্রী অপনীত
১২ রুপালী গাঙ্গুলী অভিনেত্রী অপনীত
১৩ পিয়া ত্রিবেদী মডেল অপনীত
১৪ সুষমা রেড্ডি অভিনেত্রী অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "List of Khatron Ke Khiladi 2019 Winners (All Seasons - 1 to 9)"Audition Details (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]