বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি ৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিয়ার ফ্যাক্টর:
খতরোঁ কে খিলাড়ি
মৌসুম ৯
স্থানীয় নামজিগর পে ট্রিগার
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
উপস্থাপকরোহিত শেট্টি
প্রতিযোগীর সংখ্যা১২
বিজয়ীপুনিত পাঠক
রানার-আপআদিত্য নারায়ণ
স্থানআর্জেন্টিনা
পর্বের সংখ্যা২০
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি৫ জানুয়ারি ২০১৯ (2019-01-05) –
১০ মার্চ ২০১৯ (2019-03-10)
কালানুক্রমিক
← পূর্ববর্তী
৮ম মৌসুম
পরবর্তী →
১০ম মৌসুম

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৯ (এছাড়াও ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি জিগর পে ট্রিগার নামেও পরিচিত) এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান খতরোঁ কে খিলাড়ির নবম মৌসুম ছিল। আর্জেন্টিনায় ধারণ করা এই মৌসুমটি ২০১৯ সালের সালের ৫ই জানুয়ারি তারিখে শুরু হয়ে সালের ১০ই মার্চ তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।[]

১২ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় নৃত্য পরিচালক পুনিত পাঠক জয়লাভ করেছেন, অন্যদিকে আদিত্য নারায়ণ এবং রিধিমা পন্ডিত যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন।[][][]

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
স্থান প্রতিযোগী পেশা অবস্থা
পুনিত পাঠক নৃত্য পরিচালক বিজয়ী
আদিত্য নারায়ণ গায়ক, অভিনেতা ১ম রানার-আপ
রিধিমা পন্ডিত অভিনেত্রী ২য় রানার-আপ
শমিতা শেট্টি অভিনেত্রী অপনীত
আলী গনি অভিনেতা অপনীত
ভারতী সিং কৌতুক অভিনেত্রী অপনীত
জেসমিন ভসীন অভিনেত্রী অপনীত
বিকাশ গুপ্তা প্রযোজক বহিষ্কৃত
হর্ষ লিম্বাচিয়া প্রযোজক অপনীত
১০ জৈন ইমাম অভিনেতা অপনীত
১১ এস. শ্রীশান্ত ক্রিকেটার অপনীত
১২ অভিকা গোর অভিনেত্রী অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "After Khatron Ke Khiladi 9 Rohit Shetty starts rolling Simmba"। Mid Day। ২১ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৮ 
  2. "Highlights From Khatron Ke Khiladi 9, Courtesy Vikas Gupta, Bharti Singh"www.ndtv.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০ 
  3. https://www.hindustantimes.com/tv/khatron-ke-khiladi-9-winner-is-punit-j-pathak-aditya-narayan-first-runner-up-of-rohit-shetty-show/story-fU0G5kTFySQeET1y9OAGvN.html
  4. "Khatron Ke Khiladi 9 Winner: पुनीत पाठक बने खतरों के खिलाड़ी 9 के विजेता, आदित्य रहे दूसरे नंबर पर"ndtv.in (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]