বিষয়বস্তুতে চলুন

ক্লোই সেভানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্লোই সেভানি
ইংরেজি: Chloë Sevigny
জন্ম
ক্লোই স্টিভেন্স সেভানি

(1974-11-18) নভেম্বর ১৮, ১৯৭৪ (বয়স ৫০)
পেশাঅভিনেত্রী, পরিচালক
কর্মজীবন১৯৯২–বর্তমান
দাম্পত্য সঙ্গীসিনিসা মাচকোভিচ (বি. ২০২০)
সন্তান
ওয়েবসাইটwww.chloesevigny.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ক্লোই স্টিভেন্স সেভানি (ইংরেজি: Chloë Stevens Sevigny;[] /ˈsɛvəni/ SEV-ən-ee;[] জন্ম ১৮ নভেম্বর ১৯৭৪) একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। স্বাধীন চলচ্চিত্র ও বিতর্কিত বা নিরীক্ষাধর্মী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত সেভানি একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও অসংখ্য সমালোচক পুরস্কার অর্জন করেছেন এবং একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।

হাই স্কুলের গণ্ডি পেরিয়ে সেভানি মডেল হিসেবে কাজ শুরু করেন এবং রক সঙ্গীতদল সনিক ইয়ুথ ও অল্টারনেটিভ রক সঙ্গীতদল দ্য লেমনহেডসের সঙ্গীত ভিডিওতে কাজ করে "ইট গার্ল" মর্যাদা লাভ করেন। ১৯৯৫ সালে কিডস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে এবং ১৯৯০-এর দশকের শেষভাগ জুড়ে স্বাধীন চলচ্চিত্রের পরিচিত তারকা হয়ে ওঠেন। এ সময়ে তার একটি উল্লেখযোগ্য কাজ হল ১৯৯৬ সালের ট্রিস লাউঞ্জ। সেভানি ১৯৯৯ সালের নাট্যধর্মী বয়েজ ডোন্ট ক্রাই চলচ্চিত্রে লানা টিসডেল চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০০০-এর দশক জুড়ে সেভানি বেশ কিছু স্বাধীন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, তন্মধ্যে রয়েছে আমেরিকান সাইকো (২০০০), ডিমনলাভার (২০০২), পার্টি মনস্টার (২০০৩), ডগভিল (২০০৩) ও দ্য ব্রাউন বানি (২০০৪)। দ্য ব্রাউন বানি চলচ্চিত্রে তার অভিনীত গ্রাফিক কৃত্রিম শিশ্ন-মুখমৈথুন দৃশ্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সেভানি এইচবিওর বিগ লাভ ধারাবাহিকে নিকোলেট গ্রান্ট চরিত্রে অভিনয় করেন এবং এই কাজের জন্য ২০১০ সালে টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ডেভিড ফিঞ্চারের জোডিয়াক (২০০৭)-এর মত মূলধারার চলচ্চিত্র এবং ব্রিটিশ ধারাবাহিক হিট অ্যান্ড মিস (২০১২), পোর্টল্যান্ডিয়া (২০১৩), আমেরিকান হরর স্টোরি ধারাবাহিকের দুই মৌসুমে এবং নেটফ্লিক্সের ব্লাডলাইন (২০১৫-২০১৭) ও মনস্টার্স: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেন্ডেজ স্টোরি (২০২৪) ধারাবাহিকে অভিনয় করেন।

সেভানি ২০১৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিটি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালক হিসেবে তার তৃতীয় চলচ্চিত্র হোয়াইট ইকো ২০১৯ সালে কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পাল্ম দরের জন্য প্রতিযোগিতা করে। অভিনয়ের পাশাপাশি তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন। তার বিকল্পধারার ফ্যাশন তাকে স্টাইল আইকন খ্যাতি এনে দেয়।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সেভানি ১৯৭৪ সালের ১৮ই নভেম্বর ম্যাসাচুসেট্‌স অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে জন্মগ্রহণ করেন।[][] তার মাতা জেনিন (কুমারী নাম: মালিনোভ্‌স্কি) এবং পিতা হ্যারল্ড ডেভিড সেভানি (১৯৪০-১৯৯৬)।[][] তার মাতা পোলীয়-মার্কিন এবং পিতার পূর্বপুরুষগণ ফরাসি-কানাডীয় ছিলেন।[] সেভানি তার পিতামাতার দুই সন্তানের মধ্যে দ্বিতীয়। তার বড় ভাই পল[] সঙ্গীতদল এ.আর.ই. ওয়েপন্সের সদস্য। সেভানি ও পল কানেটিকাটের ধনাঢ্য ড্যারিয়েন শহরে[] ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠেন।[১০][১১] তার পিতা ড্যারিয়েন শহরে প্রথমে হিসাবরক্ষক ও পরে শিক্ষক হিসেবে কাজ করতেন।[১২] ড্যারিয়েনে ধন-সম্পদের আধিক্য থাকা স্বত্ত্বেও সেভানি পরিবার "মিতব্যয়ী" ছিলেন, এবং "খুবই উন্নত এলাকায় দরিদ্র বোহেমিয়ান" হিসেবে গণ্য হত।[১২] সেভানি বলেন যে তার পিতা তাদের "শহরে নিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করতেন... তিনি চাইতেন আমরা যেন খুবই নিরাপদ পরিবেশে বেড়ে ওঠি।"[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ওডেল, অ্যামি (জানুয়ারি ৯, ২০০৯)। "Chloë Sevigny Doesn't Know When to Stop Talking"দ্য কাটআইএসএসএন 0028-7369। ডিসেম্বর ২৯, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫The umlaut isn't on my birth certificate. I had this book as a child called Chloë and Maude, and there was an umlaut on the e, and I said, I want that! It's a little flair. 
  2. "Say How? A Pronunciation Guide to Names of Public Figures"লাইব্রেরি অব কংগ্রেস। The National Library Service for the Blind and Print Disabled। মে ৬, ২০০৮। ডিসেম্বর ৪, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 
  3. ইয়োটকা, স্টেফ (২০ এপ্রিল ২০১৫)। "Chloë's Scene, 21 Years Later"ভোগ। সেপ্টেম্বর ২০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 
  4. মনিউশ ও উইলিস 2006, পৃ. 380।
  5. "Chloë Sevigny (II) Biography"ইয়াহু! মুভিজ। ফেব্রুয়ারি ১৮, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 
  6. "Harold D. Sevigny, 12 Feb 1996"Connecticut Death Index, 1949–2001। Stamford, Fairfield, Connecticut, Connecticut Department of Health, Hartford। ডিসেম্বর ৯, ২০১৪ – Ancestry.com-এর মাধ্যমে।  closed access publication – behind paywall
  7. "Harold David Sevigny, 28 Dec 1940, Birth"Vermont Vital Records। State Capitol Building, Montpelier, Vermont। FHL microfilm 2,051,520 – Ancestry.com-এর মাধ্যমে।  closed access publication – behind paywall
  8. "A&M Entertainment: Paul Sevigny"এঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট। মার্চ ১৬, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 
  9. কেনেডি, স্টোরার এবং ক্যাল্ডরিন ২০১৩, পৃ. ২৮৫।
  10. হাইল্যান্ড, ভেরোনিক (১৮ জুন ২০১৪)। "Chloë Savigny's 'Really Into' the Pope Right Now"দ্য কাট। জুন ২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 
  11. ও'সুলিভান, শার্লট (৩০ আগস্ট ২০০৩)। "The Girl With A Thorn In Her Side"দি ইন্ডিপেন্ডেন্ট। লন্ডন। নভেম্বর ২২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 
  12. ব্রুকস, জ্যান (১৪ মে ২০১৬)। "Chloë Sevigny: 'I now have total disdain for directors'"দ্য গার্ডিয়ান। লন্ডন। আইএসএসএন 1756-3224ওসিএলসি 60623878। মে ২৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 
  13. লি, লুয়াইন (২৪ জুন ২০১৪)। "Art doesn't always imitate life. I'm a nice Catholic girl, says Those Who Kill's Chloe Sevigny"News.com.au। নিউজ কর্প অস্ট্রেলিয়া। আগস্ট ৮, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]