ক্লদিয়ানা শালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্লদিয়ানা শালা
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাআলবেনিয়া
জন্ম (1979-08-22) ২২ আগস্ট ১৯৭৯ (বয়স ৪৪)
ক্রীড়া
ক্রীড়াদৌড়বাজী
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা২০০মিটার: ২৪.৩৪
৪০০মিটার: ৫৩.৮৭
পদকের তথ্য
মহিলাদের দৌড়বাজী
 আলবেনিয়া-এর প্রতিনিধিত্বকারী
ভূমধ্যসাগরীয় গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৫ আলমেরিয়া ৪০০মিটার

ক্লদিয়ানা শালা (জন্ম: ২২শে আগস্ট, ১৯৭৯ টিরানা) আলবেনিয়ার সর্বাধিক জনপ্রিয় একজন দৌড়বিদ। তার ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে ব্যক্তিগত সেরা হলো যথাক্রমে ২৪.৩৪ সেকেন্ড ও ৫৩.৮৭ সেকেন্ড। ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আলবেনিয়ার পতাকা বহন করেন। ২০০২ সালের নভেম্বর থেকে তিনি অলিম্পিক সৌভ্রাতৃত্ব প্রকল্পের অনুদান ভোগ করে আসছেন। ২০০৮ অলিম্পিক গেমসে তিনি আলবেনিয়ার হয়ে মহিলাদের ৪০০মিটার বিভাগে অংশ নিয়ে হিটে ৫৪.৮৪ সেকেন্ডে সপ্তম হয়ে শেষ করায় আর এগোতে পারেননি।

তথ্যসূত্র[সম্পাদনা]