বিষয়বস্তুতে চলুন

ক্র্যাসুলেসীয় অম্ল বিপাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক, যা CAM সালোকসংশ্লেষণ নামেও পরিচিত, একটি কার্বন ফিক্সেশন পথ যা কিছু উদ্ভিদে শুষ্ক অবস্থার সাথে অভিযোজন হিসাবে বিকশিত হয়েছে যা একটি উদ্ভিদকে দিনের বেলায় সালোকসংশ্লেষণ করতে দেয়, কিন্তু শুধুমাত্র রাতে গ্যাস বিনিময় করে। কিছু কিছু রসাল উদ্ভিদে রাতের বেলা অম্লের মাত্রা বেড়ে যায় আবার দিনের বেলায় অম্লের মাত্রা কমে যায়। এই দিন এবং রাতের অম্লের মাত্রা পরিবর্তন ঘটনাকেই CAM বলে। (অম্লের ঘনত্বের পরিবর্তন) প্রথম লক্ষ করা যায় Bryophyllum calycinum (পাথরকুচি) নামে ক্র্যাসুলেসি গোত্রের এক উদ্ভিদে। সেই কারণেই অম্ল মাত্রার এই পরিবর্তনের ঘটনাকে 'ক্র্যাসুলেসীয় অম্ল বিপাক' বা ক্যাম নামকরণ করা হয়।ইহা পাথরকুচি ছাড়াও ক্যালানচি, সিডাম, ক্র্যাসুলা ও ওপানসিয়া (ফণীমনসা) উদ্ভিদে দেখা যায়।[] ক্যাম উদ্ভিদের পত্ররন্ধ্র রাত্রিবেলায় খোলে এবং দিনের বেলায় বন্ধ থাকে। ফলে রাত্রিবেলাতেই কার্বন-ডাই-অক্সাইডের সংবন্ধন ঘটে। সেজন্য একে 'অন্ধকার কার্বন-ডাই-অক্সাইড সংবন্ধন' বলা হয়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. C. Michael Hogan. 2011. Respiration. Encyclopedia of Earth. Eds. Mark McGinley & C.J.cleveland. National council for Science and the Environment. Washington DC
  2. de Saussure T (১৮০৪)। Recherches chimiques sur la végétation। Paris: Nyon। 
  3. Bonner W, Bonner J (১৯৪৮)। "The Role of Carbon Dioxide in Acid Formation by Succulent Plants"। American Journal of Botany35 (2): 113–117। জেস্টোর 2437894ডিওআই:10.2307/2437894