ক্রেন (পরিমাপের একক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্রেন হলো প্রাচীনকালে ব্যবহৃত এক ধরনের পরিমাপের একক। ১৮ শতকের প্রথম দিকে এর ব্যবহার ছিলো। ওজনের এ একক আটলান্টিক মহাসাগরের ভূভাগীয় অংশ উত্তর সাগরে মাছ ধরার শিল্পে ব্যবহৃত একটি একক হিসেবেও পরিচিত। মেট্রিকের একক হিসেবে এটি প্রায় ১৭০.৫ লিটার। ১৮৫২ সালে এটির মাধ্যমে প্রায় ৩৭.৫ সাম্রাজ্য গ্যালন ওজনের ১২০০ মানসম্মত বাক্সের মাছ পরিমাপ করা হয়। তবে এ হিসাবটি ৭০০ থেকে ২৫০০ এর মধ্যে যেকোনো সংখ্যায় পরিবর্তিত হয়। [১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "cran"sizes.com 
  2. Cardarelli, François - Encyclopedia of Scientific Units, Weights & Measures (Springer .2003 আইএসবিএন ১-৮৫২৩৩-৬৮২-X)