ক্রিস হিউজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস হিউজেস
জন্ম
ক্রিস্টোফার হিউজেস

(1983-11-26) ২৬ নভেম্বর ১৯৮৩ (বয়স ৪০)
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পেশাউদ‍্যোক্তা
পরিচিতির কারণসহ-প্রতিষ্ঠাতা ফেসবুক
রাজনৈতিক দলডেমোক্রেটিক
দাম্পত্য সঙ্গীসান এলড্রিজ বি. ৩০ই জুন, ২০১২

ক্রিস্টোফার হিউজেস (জন্মঃ (১৯৮৩-১১-২৬)২৬ নভেম্বর ১৯৮৩)[২] তিনি একজন আমেরিকান উদ‍্যোক্তা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কলীন সময়ে তিনি অনলাইন সোশ্যাল ডাইরেক্টরি এবং নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মুখপাত্র হিসেবে সহযোগিতা ও সেবা প্রদান করেন। তার সহকর্মীরা হচ্ছেন মার্ক জাকারবার্গ, ডাস্টিন মস্কোভিটজ, এডুয়ার্ডো স্যাভেরীন, এবং এন্ড্রু ম্যাককলাম

তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দ্য নিউ রিপাবলিক এর প্রকাশক এবং সম্পাদক-প্রধান ছিলেন। হিউজেস এখন অর্থনৈতিক নিরাপত্তা প্রকল্পর সহ-চেয়ারম্যান। ২০১৮ সালে, হিউজেস ফেয়ার শট: রিথিংকিং ইনাইম্যালিটি অ্যান্ড হাউ ওয়ি র্আন প্রকাশ করেছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. John McQuaid। "Chris Hughes"Forbes 
  2. "Chris Hughes - Co-Chair @ Economic Security Project - Crunchbase Person Profile"Crunchbase (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৯ 
  3. "Book review"। Kirkus Reviews। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮